বৃহস্পতিবার ভারতীয় প্যারা অ্যাথলিটরা ইতিহাস লিখে ফেলেছেন। তাঁরা এবার হ্যাংঝুতে এশিয়ান প্যারা গেমসে সর্বোচ্চ সংখ্যক পদক এনে দিয়েছেন ভারতকে। চিত্তাকর্ষক ভাবে ১৮টি স্বর্ণপদক সহ দেশের মোট পদক সংখ্যা এখন ৮২। চলতি প্রতিযোগিতার প্রথম চার দিনেই ভারত সর্বোচ্চ পদক পাওয়ার নজির গড়ে ফেলেছে। ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় প্যারা এশিয়াডে ৭২টি পদক পেয়েছিল ভারত। সেই রেকর্ড ভেঙে গেল চিনে। চতুর্থ দিন ভারত তিনটি সোনা সহ মোট ১৮টি পদক পেয়েছে। প্রতিযোগিতার চতুর্থ দিনের শেষে ভারত ১৮টি সোনা, ২৩টি রুপো এবং ৪১টি ব্রোঞ্জ পেয়েছে।
এর পরেও অবশ্য পদক তালিকায় ভারত ছয় থেকে আটে নেমে গিয়েছে। কারণ বৃহস্পতিবার খুব বেশি সোনা জেতেনি তারা। চিন রয়েছে পদক তালিকার শীর্ষে। ১৫৭টি সোনা, ১২৮টি রুপো ও ১০৮টি ব্রোঞ্জ, অর্থাৎ, সব মিলিয়ে ৩৯৩টি পদক জিতেছে তারা। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া এবং ইন্দোনেশিয়া ভারতকে টপকে গিয়েছে। দ্বিতীয় স্থানে ইরান। তাদের পদক সংখ্যা ৯৬ (৩২টি সোনা, ৩৬টি রুপো ও ২৮টি ব্রোঞ্জ)। তিন নম্বরে রয়েছে জাপান। ১০৪টি পদক জিতেছে তারা (৩০টি সোনা, ৩৩টি রুপো ও ৪১টি ব্রোঞ্জ)। দক্ষিণ কোরিয়া রয়েছে চার নম্বরে। তাদের পদকের সংখ্যা ৬৮ (২০টি সোনা, ২১টি রুপো ও ২৭টি ব্রোঞ্জ)। পঞ্চম স্থানে উজবেকিস্তান। তাদের পদকের সংখ্যা ৬২ (২০টি সোনা, ১৯টি রুপো ও ২৩টি ব্রোঞ্জ)। তাইল্যান্ড ৭৫টি পদক (২০টি সোনা, ১৮টি রুপো ও ৩৭টি ব্রোঞ্জ) নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। সপ্তম স্থানে ইন্দোনেশিয়া। তাদের পদকের সংখ্যা ৬২ (১৯টি সোনা, ১৭টি রুপো ও ২৬টি ব্রোঞ্জ)। মোট পদকের সংখ্যায় ভারত চার নম্বরে থাকলেও সোনা জয়ের নিরিখে রয়েছে আট নম্বরে।
বৃহস্পতিবার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতীয় অ্যাথলিটরা একটি সোনা সহ আটটি পদক জিতেছে। সামগ্রিক ভাবে অ্যাথলেটিক্স থেকে ভারতের ৮২টি পদকের মধ্যে ৪৫টি পদক এসেছে। তার মধ্যে আবার ১৪টি সোনা জিতেছে অ্যাথলিটরা।
সচিন সার্জেরাও খিলারি বৃহস্পতিবার প্রথম সোনা এনে দেন। পুরুষদের এফ৪৬ শটপাটে গেমসের রেকর্ড ১৬.০৩ মিটার ছুড়ে সোনা জেতেন তিনি। রোহিত কুমার ১৪.৫৬ মিটার ছুড়ে ব্রোঞ্জ জিতেছেন। প্যারা শুটার সিদ্ধার্থ বাবু এর পর আর-৬ মিক্সড ৫০ মিটার রাইফেল প্রোন এসএইচওয়ান (SH1) ইভেন্টে আরও একটি সোনা এনে দেন দেশকে। তিনি এশিয়ান প্যারা গেমসে ২৪৭.৭ স্কোর করেন। শীতল দেবী এবং রাকেশ কুমার কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টের ফাইনালে তাঁরা তাঁদের চিনা প্রতিপক্ষ লিন ইউশান এবং আই জিনলিয়াংকে ১৫১-১৪৯-এ পরাজিত করে সোনা জিতেছেন।
তীরন্দাজির পুরুষদের ডাবলস ডব্লিউ১ (W1) ইভেন্টে ভারতের আদিল মহম্মদ নাজির আনসারি এবং নবীন দালাল জুটি ১২৫-১২০-তে কাজাখ জুটি নুরশাত তোলেউকাসিম এবং সাগদাত দুয়েসেমবায়েভকে পরাজিত করে ব্রোঞ্জ পদক জিতেছে। সিমরন এবং ভাগ্যশ্রী মাধবরাও যাদব যথাক্রমে মহিলাদের টি১২ (T12) ১০০ মিটার এবং মহিলাদের এফ৩৪ (F34) শট পাটে একটি করে রুপো জিতেছেন। মনু ঘাঙ্গাস পুরুষদের এফ১১ (F11) ডিসকাস থ্রোতে ৩৭.৮৭ মিটার ছুড়ে রুপো জিতেছেন।
নারায়ণ ঠাকুর পুরুষদের টি৩৫ (T35) ১০০ মিটারে ১৪.৩৭ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন। শ্রেয়াংশ ত্রিবেদিও পুরুষদের টি৩৭ (T37) ১০০ মিটারে ১২.২৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন। মুথুরাজা পুরুষদের এফ৫৫ (F55) শটে ১০.৪২ মিটার ছুড়ে ব্রোঞ্জ জিতেছেন। প্যারা ব্যাডমিন্টনে, সুকান্ত ইন্দুকান্ত কদম (পুরুষদের সিঙ্গল SL4), শিভান নিথ্যা সুমাথি (মহিলাদের সিঙ্গল SH6), মনীষা রামদাস (মহিলাদের সিঙ্গল SU5), মনদীপ কৌর/মনিষা রামদাস (মহিলাদের ডাবলস SL3-SU5), কৃষ্ণ নগর/শিবরাজন সোলায়মান (মহিলাদের ডাবলস SH6) এবং প্রমোদ ভগত/সুকান্ত ইন্দুকান্ত কদম (পুরুষদের ডাবলস SL3-SL4) - প্রত্যেকেই সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ পদক জিতেছেন। দাবাতে ভবেশকুমার রথি হিমাংশি মহিলাদের ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।