শুভব্রত মুখার্জি: যত দিন যাচ্ছে ততই যেন কোর্টে ক্ষুরধার হচ্ছেন ভারতের তরুণ শাটলার লক্ষ্য সেন। একের পর এক সাফল্য তিনি ইতিমধ্যেই পেয়েছেন। এ বার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন সিঙ্গাপুরের লোহ কিয়ান ইউয়ের বিরুদ্ধে দুরন্ত লড়াই করে ইন্ডিয়ান ওপেনের খেতাবে 'লক্ষ্যভেদ' করলেন লক্ষ্য। সেমিফাইনালের দুরন্ত ছন্দই যেন ফাইনালেও ধরে রাখলেন।
ফাইনালে লক্ষ্য সেনের পক্ষে ফল ২৪-২২,২১-১৭। রবিবাসরীয় দুপুরে বিডব্লুএফ বিশ্ব ট্যুর সুপার ৫০০ সিরিজের প্রতিযোগিতা ইন্ডিয়া ওপেনের ফাইনালে সিঙ্গাপুরের লোহ কিয়ান ইউয়ের মুখোমুখি হয়েছিলেন লক্ষ্য। ফাইনালে দুই প্রতিপক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয হয়। তবে শেষ হাসি হাসেন লক্ষ্য। এই নিয়ে নিজের ক্যারিয়ারের তৃতীয় খেতাব জিতলেন তারকা শাটলার। ২০২১ সালে বিডব্লুএফ আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছিলেন লক্ষ্য। কিন্তু কিদম্বি শ্রীকান্তের কাছে হেরে ছিটকে যান তিনি। তবে ইন্ডিয়া ওপেনে সেই ক্ষততেই প্রলেপ লাগালেন লক্ষ্য।
রবিবারের ম্যাচে লো'র বিরুদ্ধে একটু ভিন্ন পদ্ধতিতে খেলা শুরু করেন লক্ষ্য। আক্রমণের পাশাপাশি এ দিন অসাধারণ ডিফেন্সিভ টেকনিকের পরিচয় দেন ম্যাচের শুরু থেকেই। ম্যাচে সিঙ্গাপুরের প্রতিপক্ষের একাধিক 'আনফোর্সড এরর' অর্থাৎ অনিচ্ছাকৃত ভুলের সুবিধা পান লক্ষ্য। প্রথম গেমে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হয়। অবশেষে ২৪-২২ ফলে সেই গেম জিতে নেন লক্ষ্য। দ্বিতীয় গেম তুলনামূলক সহজ ভাবে ২১-১৭ ফলে জিতে ইন্ডিয়া ওপেনের শিরোপা জয় নিশ্চিত করেন ভারতের তরুণ তারকা শাটলার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।