বাংলা নিউজ > ময়দান > LLC T20: ইমরান তাহিরের ব্যাটে অবিশ্বাস্য জয়! ইন্ডিয়া মহারাজাসদের তিন উইকেটে হারাল ওয়ার্ল্ড জায়ান্টস
অবিশ্বাস্য ম্যাচ জেতালেন ইমরান তাহির (ছবি:টুইটার)

LLC T20: ইমরান তাহিরের ব্যাটে অবিশ্বাস্য জয়! ইন্ডিয়া মহারাজাসদের তিন উইকেটে হারাল ওয়ার্ল্ড জায়ান্টস

নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেল ওয়ার্ল্ড জায়ান্টস। ইন্ডিয়া মহারাজাসকে তিন উইকেটে হারাল ড্যারেন স্যামিরা। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওয়ার্ল্ড জায়ান্টসের অধিনায়ক ড্যারেন স্যামি। প্রথমে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ইন্ডিয়া মহারাজাস। পরে নমন ওঝার ১৪০ রান সঙ্গে মহম্মদ কাইফের অপরাজিত ৫৩ রানের ফলে ইন্ডিয়া মহারাজাসের সংগ্রহ করে ২০৯/৩ রান। জবাবে একটা সময় চাপে ছিল ড্যারেন স্যামিরা। পরে অবিশ্বাস্য ব্যাটিং করে ওয়ার্ল্ড জায়ান্টসকে জেতালেন ইমরান তাহির। মাত্র ১৯ বলে ৫২ রান করেন তিনি। নিজের এদিনের ইনিংসে ৫টি ছক্কা ও তিনটি বাউন্ডারি হাঁকান তাহির। 

নমন ওঝার ঝোড়ো ইনিংসও কাজে এলনা। ওয়ার্ল্ড জায়ান্টসদের বিরুদ্ধে তিন উইকেটে হারল ইন্ডিয়া মহারাজাস। দুরন্ত ব্যাটিং করলেন ইমরান তাহির। নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেল ওয়ার্ল্ড জায়ান্টস, নিজেদের দ্বিতীয় ম্যাচে হারল ইন্ডিয়া মহারাজাস।  লিগ টেবিলের শীর্ষে রয়েছে মহম্মদ কাইফরা। ম্যাচ জিতেও লিগ টেবিলের শেষে রয়েছে ওয়ার্ল্ড জায়ান্টস। তিনটি দল লেজেন্ডস ক্রিকেট লিগে একে অপরের বিরুদ্ধে আরও একটি করে ম্যাচ খেলবে।

22 Jan 2022, 11:51:41 PM IST

অবিশ্বাস্য ব্যাটিং করলেন ইমরান তাহির

মাত্র ১৯ বলে ৫২ রান করলেন ইমরান তাহির।  এদিন নিজদের ইনিংসে নিজের এদিনের ইনিংসে ৫টি ছক্কা ও তিনটি বাউন্ডারি হাঁকান তাহির।

22 Jan 2022, 11:37:18 PM IST

ওয়ার্ল্ড জায়ান্টসদের অবিশ্বাস্য 

তিন বল বাকি থাকতেই জয় পেয়ে গেল ওয়ার্ল্ড জায়ান্টস।  তিন উইকেটে হারাল মহম্মদ কাইফদের ইন্ডিয়া মহারাজাসকে। মাত্র ১৯ বলে ৫২ রান করলেন তাহির।

22 Jan 2022, 11:34:35 PM IST

ছক্কা হাঁকালেন তাহির

৫ বলে দরকার ৬ রান। ভেনুগোপালকে বলে আনলেন কাইফ।  

22 Jan 2022, 11:31:52 PM IST

শেষ ওভারে ওয়ার্ল্ড জায়ান্টসের দরকার ১২ রান 

ম্যাচ জিততে হলে ওয়ার্ল্ড জায়ান্টসকে শেষ ওভারে করতে হবে রান। তাদের হাতে রয়েছে ৩ উইকেট। ইমরান তাহির বলে রান করেছেন।  মুনাফ প্যাটেলের ওভারে ১৩ রান নিল ওয়ার্ল্ড জায়ান্টস। ইন্ডিয়া মহারাজাসের দরকার তাহিরের উইকেট।  

22 Jan 2022, 11:25:31 PM IST

ম্যাচের ছবি বদলে দিয়েছেন ইমরান তাহির

১২ বলে ২৫ রান দরকার ওয়ার্ল্ড জায়ান্টসদের।  গোনির ওভারে তিনটি ছয় হাঁকিয়ে খেলার রং বদলে দিয়েছে ইমরান তাহির। ১৮তম ওভারে ২৩ রান নিলেন তাহির-সিডেবোটোম। 

22 Jan 2022, 11:16:03 PM IST

আউট মর্কেল

বিনির বলে কাইফের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন মর্নি মর্কেল। ১৫ বলে ২১ রানের ইনিংস খেললেন মর্কেল।  স্টুয়ার্ট বিনি এখনও পর্যন্ত শিকার করেলন ২ উইকেট। 

22 Jan 2022, 11:10:22 PM IST

১৬ ওভারে ১৫৯/৬

ম্যাচ জিততে হলে ওয়ার্ল্ড জায়ান্টসদের বাকি চার ওভারে করতে হবে ৫১ রান। 

22 Jan 2022, 11:01:23 PM IST

স্যামি আউট

মুনাফ প্যাটেলের বলে বোল্ড হলেন ড্যারেন স্যামি। ১১ বলে ২৮ রান করে আউট হলেন ওয়ার্ল্ড জায়ান্টসদের অধিনায়ক। 

22 Jan 2022, 10:59:04 PM IST

ড্যারেন স্যামির সহজ ক্যাচ মিস 

আক্রমণাত্মক ক্রিকেট খেলছেন ওয়ার্ল্ড জায়ান্টসদের অধিনায়ক ড্যারেন স্যামি।  ৮ বলে ২৩ রান করেছেন। নিজের ইনিংসে এখনও ৩টি ছক্কা হাঁকিয়েছেন।  গোনির বলে ক্যাচ তুলেছিলেন স্যামি। কিন্তু সেই সুযোগ হাতছাড়া করল ইন্ডিয়া মহারাজাস।

22 Jan 2022, 10:50:02 PM IST

পরপর ২ উইকেটের পতন

প্রথমে ভেনুগোপাল রাও তারপর হেমাঙ্গ বাদানি। দুই ওভারে দুই উইকেট তুলে ওয়ার্ল্ড জায়ান্টসদের উপর চাপের পাহাড় তুলে দিল  ইন্ডিয়া মহারাজাস।  ম্যাচ জিততে হলে ৫২ বলে ১০৯ রান করতে হবে জায়ান্টসদের। তাদের হাতে রয়েছে পাঁচ উইকেট।

22 Jan 2022, 10:41:15 PM IST

১০ ওভারে ৯৫/৩

ইন্ডিয়া মহারাজাসদের বিরুদ্ধে জিততে হলে ওয়ার্ল্ড জায়ান্টসদের করতে হবে ৬০ বলে ১১৫ রান। জায়ান্টসদের হাতে রয়েছে ৭ উইকেট।

22 Jan 2022, 10:33:46 PM IST

অর্ধশতরান করেই আউট কেভিন পিটারসেন

আগের বলেই অর্ধশতরান করেছিলেন। পরের বলেই আউট হলেন। ২৭ বলে ৫৩ রান করে বিনির বলে কাইফের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন পিটারসেন। 

22 Jan 2022, 10:30:19 PM IST

লক্ষ্য ৭২ বলে ১৩৯ 

জিততে পারবে কি ওয়ার্ল্ড জায়ান্টস। ৮ ওভার শেষে কেভিন পিটারসেনরা স্কোর বোর্ডে তুলেছেন ৭১/২ রান। ২৫ বলে ৪৭ রান করে উইকেটে রয়েছেন কেভিন পিটারসেন। হ্যাডিন করেছেন ৫ বলে ৪ রান।

22 Jan 2022, 10:18:28 PM IST

৮৪ বলে করতে হবে ১৬৮ রান

৬ ওভার শেষে ওয়ার্ল্ড জায়ান্টসদের রান ৪১/২। ম্যাচ জিততে হলে ১৪ ওভারে ১৬৮ রান করতে হবে জায়ান্টসদের। ক্রিজে রয়েছেন কেভিন পিটারসেন।  ব্যাট করতে এসেছেন ব্র্যাড হ্যাডিন।

22 Jan 2022, 10:15:41 PM IST

আউট কোরি অ্যান্ডারসন

গোনির বলে উইকেটের পিছনে নমন ওঝার হাতে ক্যাচ দিয়ে আউট হন অ্যান্ডারসন। শূন্য রানে সাজঘরে ফেরেন তিনি। ওয়ার্ল্ড জায়ান্টসদের রান ৪১/২

22 Jan 2022, 10:11:57 PM IST

চোট পেলেন জোনাথন ট্রট

৫ বলে ৬ রান করে রিটায়ার্ড হার্ট হলেন ট্রট। তার বদলে মাঠে নামলেন কোরি অ্যান্ডারসন। ৫ ওভার শেষে ওয়ার্ল্ড জায়ান্টসদের সংগ্রহ ৪০/১। ইন্ডিয়া মহারাজাসদের বিরুদ্ধে ম্যাচ জিততে হলে ৯০ বলে ১৭০ রান করতে হবে ওয়ার্ল্ড জায়ান্টসদের।

22 Jan 2022, 09:58:33 PM IST

আউট কেভিন ও'ব্রায়েন

১৩ রানে ওয়ার্ল্ড জায়ান্টসদের প্রথম উইকেটের পতন হল। মুনাফ প্যাটের বলে অসাধারাণ ক্যাচ নিলেন ভেনুগোপাল রাও।  ৬ বলে ৯ রান করেন ও'ব্রায়েন।

22 Jan 2022, 09:46:51 PM IST

আরপি সিং-এর সামনে পিটারসেন

২১০ এর লক্ষ্য নিয়ে মাঠে নামল ওয়ার্ল্ড জায়ান্টস। ও'ব্রায়েনের সঙ্গে মাঠে এসেছেন কেভিন পিটারসেন। 

22 Jan 2022, 09:28:44 PM IST

২০ ওভারে ২০৯/৩

ইন্ডিয়া মহারাজাস ২০ ওভারে করল ২০৯/৩। ম্যাচের একটি বল খেলেছেন ইউসুফ পাঠান, একটি বলে একটি ছক্কা হাঁকিয়েছেন। ওয়ার্ল্ড জায়ান্টসকে ম্যাচ জিততে হলে ২০ ওভারে করতে হবে ২১০ রান।

22 Jan 2022, 09:25:24 PM IST

নমন ওঝা আউট

৬৯ বলে ১৪০ রান করে আউট হলেন মনম ওঝা। মর্কেলের বলে তাহিরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান ওঝা। নিজের ইনিংসে ৯টি ছক্কা ও ১৫ চার হাঁকিয়েছেন তিনি।

22 Jan 2022, 09:18:51 PM IST

কাইফের হাফ সেঞ্চুরি 

একদিকে নমন ওঝা রানের ঝড় তুলেছেন, অন্যদিকে সামলে ব্যাটিং করছেন কাইফ। ৪৪ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন কাইফ। 

22 Jan 2022, 09:18:51 PM IST

৫৭ বলে ১০০* নমন ওঝা

১২টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে শতরান করলেন ইন্ডিয়া মহারাজাস-এর নমন ওঝা। ১৭ ওভারের শেষে ভারতের রান ১৬৩/২

22 Jan 2022, 09:02:34 PM IST

১৫ ওভারে ১৩৩/২

ইন্ডিয়া মহারাজাস ১৫ ওভারে তুলল ১৩৩ রান। দুরন্ত ব্যাটিং করছেন নমন ওঝা ও দলের অধিনায়ক মহম্মদ কাইফ। ওঝা করেছেন ৫০ বলে ৭৯ রান। কাইফের সংগ্রহ ৩৭ বলে ৪৫ রান।  

22 Jan 2022, 08:49:43 PM IST

১২ ওভারে ১১১/২ করল ইন্ডিয়া মহারাজাস

দুরন্ত ব্যাটিং করছেন নমন ওঝা।  মাত্র ৪১ বলে ৭১ রান করেছেন তিনি। নিজের এদিনের ইনিংসে এখনও পর্যন্ত আটটি চার ও চারটি ছক্কা হাঁকিয়েছেন নমন ওঝা। কাইফও দুটি ছক্কা ও একটি চারের মাধ্যমে ২৮ বলে ৩৩ রান করেছেন। 

22 Jan 2022, 08:43:20 PM IST

৫২* করলেন নমন ওঝা

মাত্র ৩৫ বলে ৫২ রান করলেন নমন ওঝা।  কাইফের সঙ্গে জুটি বেঁধে রানের গতিকে এগিয়ে নিয়ে নাচ্ছেন নমন ওঝা। মহম্মদ কাইফ করেছেন ২২ বলে ২১ রান। ১০ ওভারের শেষে  ইন্ডিয়া মহারাজাস রান ৮০/২

22 Jan 2022, 08:27:21 PM IST

৬ ওভার শেষে ইন্ডিয়া মহারাজাস স্কোর ৪০/২

ফের রানের গতি তুলতে চাইছে ওঝা-কাইফ। ২১ বলে ২৭ রান করে মাঠে খেলছেন নমন ওঝা। কাইফের সংগ্রহ ১২ বলে ৭।

22 Jan 2022, 08:59:46 PM IST

চাপে ইন্ডিয়া মহারাজাস

সাবধানী ব্যাটে খেলছেন কাইফ-ওঝা। পরপর দুটো উইকেট হারাতেই চাপে ইন্ডিয়া মহারাজাস। ধরে খেলছেন দুই ব্যাটার কাইফ-ওঝা। চার ওভার শেষে রান ২৩/২।

22 Jan 2022, 08:10:55 PM IST

ইন্ডিয়া মহারাজাসের দ্বিতীয় উইকেটের পতন

এবার আউট হলেন এস বদ্রিনাথ। শূন্য রান করে তিনিও সাজঘরে ফিরলেন। ১.৩ ওভারেই আউট হলেন বদ্রিনাথ। রায়ান সিডেবোটমের সামনে হ্যাটট্রিকের সুযোগ। মাঠে নামছেন মহম্মদ কাইফ।

22 Jan 2022, 08:08:07 PM IST

ইন্ডিয়া মহারাজাসের প্রথম উইকেটের পতন

শূন্য রান করে সাজঘরে ফিরলেন ওয়াসিম জাফর। ম্যাচের ১.২ ওভারেই আউট হলেন। রায়ান সিডেবোটমের বলে হ্যাডিনের হাতে ক্যাচ দিয়ে আউট হন জাফর। 

22 Jan 2022, 08:03:35 PM IST

প্রথম ওভারেই ১৪ রান

প্রথম ওভারেই রানের ঝড় তুললেন নমন ওঝা। ম্যাথিউ হোডার্গের প্রথম ওভারে একটি ছক্কা ও ও দুটি চার হাঁকালেন। প্রথম ওভারেই তুললেন ১৪ রান।

22 Jan 2022, 08:01:01 PM IST

টস জিতে ফিল্ডিং নিল ওয়ার্ল্ড জায়ান্টস

চলতি লেজেন্ডস লিগ ক্রিকেটের তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নামবে  ইন্ডিয়া মহারাজাস। বিশ্ব একাদশের সামনে বড় রানের লক্ষ্যমাত্রা দিতে চায় মহম্মদ কাইফরা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘‌দেব এখন ভাল রাজনীতিবিদ হয়ে উঠেছে’‌, পিংলার মঞ্চ থেকে দরাজ সার্টিফিকেট মমতার হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ভোটের লাইনে ইনফোসিস প্রতিষ্ঠাতা, কী বললেন সুধামূর্তি? ‘সিতারে জমিন পর’ নিয়ে ফিরছেন আমির, পরের মাসে শ্যুটিং শুরু দিল্লিতে: রিপোর্ট অক্ষয় তৃতীয়াকে বলা হয় স্বয়ংসিদ্ধ মুহূর্ত, জেনে নিন এই সম্পর্কিত ১০টি বিষয় আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের ‘আমি যা হয়েছি,যতটুকু হয়েছি সবটাই ভিসি স্যারের জন্য’, বললেন গুকেশ ‘‌প্রচুর বুথে পুনর্নির্বাচন হওয়া দরকার’‌, ভোট মিটতেই সুর চড়ালেন বিজেপি প্রার্থী রবিতে বাংলার ৩ জেলায় ঝড়-বৃষ্টি! বৃহস্পতি পর্যন্ত কবে ও কোথায় বর্ষণ? রইল তালিকা সন্দেশখালিতে TMC নেতার বাড়িতে মিলল বিপুল বিস্ফোরক, নিষ্ক্রিয় করতে পৌঁছল NSG

Latest IPL News

হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের সামাদ আউট হতেই মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি, নেটপাড়ায় ভাইরাল কাব্য মারানের প্রতিক্রিয়া SRH-কে হারানোর পর, RCB-র প্লে-অফে ওঠার ক্ষীণ আলো দেখা গিয়েছে, তবে অঙ্কটা জটিল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.