নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেল ওয়ার্ল্ড জায়ান্টস। ইন্ডিয়া মহারাজাসকে তিন উইকেটে হারাল ড্যারেন স্যামিরা। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওয়ার্ল্ড জায়ান্টসের অধিনায়ক ড্যারেন স্যামি। প্রথমে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ইন্ডিয়া মহারাজাস। পরে নমন ওঝার ১৪০ রান সঙ্গে মহম্মদ কাইফের অপরাজিত ৫৩ রানের ফলে ইন্ডিয়া মহারাজাসের সংগ্রহ করে ২০৯/৩ রান। জবাবে একটা সময় চাপে ছিল ড্যারেন স্যামিরা। পরে অবিশ্বাস্য ব্যাটিং করে ওয়ার্ল্ড জায়ান্টসকে জেতালেন ইমরান তাহির। মাত্র ১৯ বলে ৫২ রান করেন তিনি। নিজের এদিনের ইনিংসে ৫টি ছক্কা ও তিনটি বাউন্ডারি হাঁকান তাহির।
নমন ওঝার ঝোড়ো ইনিংসও কাজে এলনা। ওয়ার্ল্ড জায়ান্টসদের বিরুদ্ধে তিন উইকেটে হারল ইন্ডিয়া মহারাজাস। দুরন্ত ব্যাটিং করলেন ইমরান তাহির। নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেল ওয়ার্ল্ড জায়ান্টস, নিজেদের দ্বিতীয় ম্যাচে হারল ইন্ডিয়া মহারাজাস। লিগ টেবিলের শীর্ষে রয়েছে মহম্মদ কাইফরা। ম্যাচ জিতেও লিগ টেবিলের শেষে রয়েছে ওয়ার্ল্ড জায়ান্টস। তিনটি দল লেজেন্ডস ক্রিকেট লিগে একে অপরের বিরুদ্ধে আরও একটি করে ম্যাচ খেলবে।
22 Jan 2022, 11:51:41 PM IST
অবিশ্বাস্য ব্যাটিং করলেন ইমরান তাহির
মাত্র ১৯ বলে ৫২ রান করলেন ইমরান তাহির। এদিন নিজদের ইনিংসে নিজের এদিনের ইনিংসে ৫টি ছক্কা ও তিনটি বাউন্ডারি হাঁকান তাহির।
Unbelievable.. Imran Tahir has hit a 19 ball 50 to snatch victory from India.. seems like every South African under the sun has become superman against India.. and we were trolling KL Rahul when he said entire country is playing against India.. shame that we didn’t understand 😭 pic.twitter.com/51A15VxPrl
ম্যাচ জিততে হলে ওয়ার্ল্ড জায়ান্টসকে শেষ ওভারে করতে হবে রান। তাদের হাতে রয়েছে ৩ উইকেট। ইমরান তাহির বলে রান করেছেন। মুনাফ প্যাটেলের ওভারে ১৩ রান নিল ওয়ার্ল্ড জায়ান্টস। ইন্ডিয়া মহারাজাসের দরকার তাহিরের উইকেট।
22 Jan 2022, 11:25:31 PM IST
ম্যাচের ছবি বদলে দিয়েছেন ইমরান তাহির
১২ বলে ২৫ রান দরকার ওয়ার্ল্ড জায়ান্টসদের। গোনির ওভারে তিনটি ছয় হাঁকিয়ে খেলার রং বদলে দিয়েছে ইমরান তাহির। ১৮তম ওভারে ২৩ রান নিলেন তাহির-সিডেবোটোম।
বিনির বলে কাইফের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন মর্নি মর্কেল। ১৫ বলে ২১ রানের ইনিংস খেললেন মর্কেল। স্টুয়ার্ট বিনি এখনও পর্যন্ত শিকার করেলন ২ উইকেট।
22 Jan 2022, 11:10:22 PM IST
১৬ ওভারে ১৫৯/৬
ম্যাচ জিততে হলে ওয়ার্ল্ড জায়ান্টসদের বাকি চার ওভারে করতে হবে ৫১ রান।
22 Jan 2022, 11:01:23 PM IST
স্যামি আউট
মুনাফ প্যাটেলের বলে বোল্ড হলেন ড্যারেন স্যামি। ১১ বলে ২৮ রান করে আউট হলেন ওয়ার্ল্ড জায়ান্টসদের অধিনায়ক।
22 Jan 2022, 10:59:04 PM IST
ড্যারেন স্যামির সহজ ক্যাচ মিস
আক্রমণাত্মক ক্রিকেট খেলছেন ওয়ার্ল্ড জায়ান্টসদের অধিনায়ক ড্যারেন স্যামি। ৮ বলে ২৩ রান করেছেন। নিজের ইনিংসে এখনও ৩টি ছক্কা হাঁকিয়েছেন। গোনির বলে ক্যাচ তুলেছিলেন স্যামি। কিন্তু সেই সুযোগ হাতছাড়া করল ইন্ডিয়া মহারাজাস।
22 Jan 2022, 10:50:02 PM IST
পরপর ২ উইকেটের পতন
প্রথমে ভেনুগোপাল রাও তারপর হেমাঙ্গ বাদানি। দুই ওভারে দুই উইকেট তুলে ওয়ার্ল্ড জায়ান্টসদের উপর চাপের পাহাড় তুলে দিল ইন্ডিয়া মহারাজাস। ম্যাচ জিততে হলে ৫২ বলে ১০৯ রান করতে হবে জায়ান্টসদের। তাদের হাতে রয়েছে পাঁচ উইকেট।
Another Wicked Wicket💥
Badani has got some magic too! Took Brad Haddin’s wicket.
জিততে পারবে কি ওয়ার্ল্ড জায়ান্টস। ৮ ওভার শেষে কেভিন পিটারসেনরা স্কোর বোর্ডে তুলেছেন ৭১/২ রান। ২৫ বলে ৪৭ রান করে উইকেটে রয়েছেন কেভিন পিটারসেন। হ্যাডিন করেছেন ৫ বলে ৪ রান।
22 Jan 2022, 10:18:28 PM IST
৮৪ বলে করতে হবে ১৬৮ রান
৬ ওভার শেষে ওয়ার্ল্ড জায়ান্টসদের রান ৪১/২। ম্যাচ জিততে হলে ১৪ ওভারে ১৬৮ রান করতে হবে জায়ান্টসদের। ক্রিজে রয়েছেন কেভিন পিটারসেন। ব্যাট করতে এসেছেন ব্র্যাড হ্যাডিন।
22 Jan 2022, 10:15:41 PM IST
আউট কোরি অ্যান্ডারসন
গোনির বলে উইকেটের পিছনে নমন ওঝার হাতে ক্যাচ দিয়ে আউট হন অ্যান্ডারসন। শূন্য রানে সাজঘরে ফেরেন তিনি। ওয়ার্ল্ড জায়ান্টসদের রান ৪১/২
22 Jan 2022, 10:11:57 PM IST
চোট পেলেন জোনাথন ট্রট
৫ বলে ৬ রান করে রিটায়ার্ড হার্ট হলেন ট্রট। তার বদলে মাঠে নামলেন কোরি অ্যান্ডারসন। ৫ ওভার শেষে ওয়ার্ল্ড জায়ান্টসদের সংগ্রহ ৪০/১। ইন্ডিয়া মহারাজাসদের বিরুদ্ধে ম্যাচ জিততে হলে ৯০ বলে ১৭০ রান করতে হবে ওয়ার্ল্ড জায়ান্টসদের।
Jonathan Trott is injured!
It's not going to be easy for the Giants to face the Maharajas’ bowlers.
২১০ এর লক্ষ্য নিয়ে মাঠে নামল ওয়ার্ল্ড জায়ান্টস। ও'ব্রায়েনের সঙ্গে মাঠে এসেছেন কেভিন পিটারসেন।
22 Jan 2022, 09:28:44 PM IST
২০ ওভারে ২০৯/৩
ইন্ডিয়া মহারাজাস ২০ ওভারে করল ২০৯/৩। ম্যাচের একটি বল খেলেছেন ইউসুফ পাঠান, একটি বলে একটি ছক্কা হাঁকিয়েছেন। ওয়ার্ল্ড জায়ান্টসকে ম্যাচ জিততে হলে ২০ ওভারে করতে হবে ২১০ রান।
৬৯ বলে ১৪০ রান করে আউট হলেন মনম ওঝা। মর্কেলের বলে তাহিরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান ওঝা। নিজের ইনিংসে ৯টি ছক্কা ও ১৫ চার হাঁকিয়েছেন তিনি।
22 Jan 2022, 09:18:51 PM IST
কাইফের হাফ সেঞ্চুরি
একদিকে নমন ওঝা রানের ঝড় তুলেছেন, অন্যদিকে সামলে ব্যাটিং করছেন কাইফ। ৪৪ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন কাইফ।
22 Jan 2022, 09:18:51 PM IST
৫৭ বলে ১০০* নমন ওঝা
১২টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে শতরান করলেন ইন্ডিয়া মহারাজাস-এর নমন ওঝা। ১৭ ওভারের শেষে ভারতের রান ১৬৩/২
22 Jan 2022, 09:02:34 PM IST
১৫ ওভারে ১৩৩/২
ইন্ডিয়া মহারাজাস ১৫ ওভারে তুলল ১৩৩ রান। দুরন্ত ব্যাটিং করছেন নমন ওঝা ও দলের অধিনায়ক মহম্মদ কাইফ। ওঝা করেছেন ৫০ বলে ৭৯ রান। কাইফের সংগ্রহ ৩৭ বলে ৪৫ রান।
22 Jan 2022, 08:49:43 PM IST
১২ ওভারে ১১১/২ করল ইন্ডিয়া মহারাজাস
দুরন্ত ব্যাটিং করছেন নমন ওঝা। মাত্র ৪১ বলে ৭১ রান করেছেন তিনি। নিজের এদিনের ইনিংসে এখনও পর্যন্ত আটটি চার ও চারটি ছক্কা হাঁকিয়েছেন নমন ওঝা। কাইফও দুটি ছক্কা ও একটি চারের মাধ্যমে ২৮ বলে ৩৩ রান করেছেন।
22 Jan 2022, 08:43:20 PM IST
৫২* করলেন নমন ওঝা
মাত্র ৩৫ বলে ৫২ রান করলেন নমন ওঝা। কাইফের সঙ্গে জুটি বেঁধে রানের গতিকে এগিয়ে নিয়ে নাচ্ছেন নমন ওঝা। মহম্মদ কাইফ করেছেন ২২ বলে ২১ রান। ১০ ওভারের শেষে ইন্ডিয়া মহারাজাস রান ৮০/২
22 Jan 2022, 08:27:21 PM IST
৬ ওভার শেষে ইন্ডিয়া মহারাজাস স্কোর ৪০/২
ফের রানের গতি তুলতে চাইছে ওঝা-কাইফ। ২১ বলে ২৭ রান করে মাঠে খেলছেন নমন ওঝা। কাইফের সংগ্রহ ১২ বলে ৭।
22 Jan 2022, 08:59:46 PM IST
চাপে ইন্ডিয়া মহারাজাস
সাবধানী ব্যাটে খেলছেন কাইফ-ওঝা। পরপর দুটো উইকেট হারাতেই চাপে ইন্ডিয়া মহারাজাস। ধরে খেলছেন দুই ব্যাটার কাইফ-ওঝা। চার ওভার শেষে রান ২৩/২।
22 Jan 2022, 08:10:55 PM IST
ইন্ডিয়া মহারাজাসের দ্বিতীয় উইকেটের পতন
এবার আউট হলেন এস বদ্রিনাথ। শূন্য রান করে তিনিও সাজঘরে ফিরলেন। ১.৩ ওভারেই আউট হলেন বদ্রিনাথ। রায়ান সিডেবোটমের সামনে হ্যাটট্রিকের সুযোগ। মাঠে নামছেন মহম্মদ কাইফ।
22 Jan 2022, 08:08:07 PM IST
ইন্ডিয়া মহারাজাসের প্রথম উইকেটের পতন
শূন্য রান করে সাজঘরে ফিরলেন ওয়াসিম জাফর। ম্যাচের ১.২ ওভারেই আউট হলেন। রায়ান সিডেবোটমের বলে হ্যাডিনের হাতে ক্যাচ দিয়ে আউট হন জাফর।
22 Jan 2022, 08:03:35 PM IST
প্রথম ওভারেই ১৪ রান
প্রথম ওভারেই রানের ঝড় তুললেন নমন ওঝা। ম্যাথিউ হোডার্গের প্রথম ওভারে একটি ছক্কা ও ও দুটি চার হাঁকালেন। প্রথম ওভারেই তুললেন ১৪ রান।
22 Jan 2022, 08:01:01 PM IST
টস জিতে ফিল্ডিং নিল ওয়ার্ল্ড জায়ান্টস
চলতি লেজেন্ডস লিগ ক্রিকেটের তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নামবে ইন্ডিয়া মহারাজাস। বিশ্ব একাদশের সামনে বড় রানের লক্ষ্যমাত্রা দিতে চায় মহম্মদ কাইফরা।
IM vs WG | Pitch Update!
The surface is looking fresh and hard. Too much grass. Seems more of a batting pitch.