যখনই কথা হয় গ্রাস কোর্ট বা ক্লে কোর্টের ম্যাচের, তখনই সবার আগে উঠে আসে দুই তারকার নাম। দু'জনেই পড়ে সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়দের মধ্যে। দু'জনের মুখোমুখি হওয়া মানেই দর্শকদের উত্তেজনা থাকে তুঙ্গে। যতবারই নাদাল ও নোভাক জকোভিচ একে অপরের মুখোমুখি হয়েছেন, ততবারই ম্যাচ হয়েছে হাড্ডাহাড্ডি। মোট ৫৯টি ম্যাচ খেলেছেন দুজনে একে অপরের বিরুদ্ধে। তার মধ্যে যদিও সামান্য এগিয়ে জকোভিচ। এমনকী এটিপি ফাইনালগুলিতেও নাদালকে পরাজিত করতেন জকো। সম্প্রতি এই ঐতিহাসিক লড়াইগুলিকে ঘিরে একটি ঘটনা সামনে এনেছেন জকোভিচ। তিনি তুলে ধরেন ফরাসি ওপেনকে ঘিরে একটি ঘটনা, যা দেখে তিনি প্রথমে ঘাবড়ে গিয়েছিলেন।
রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ মুখোমুখি হওয়া মানে ধরে নেওয়া হতো জমে যাবে ম্যাচ। সত্যি বলতে গেলে অধিকাংশ ম্যাচই তাদের মধ্যে হাড্ডাহাড্ডি হয়েছে। জকোভিচ সামান্য এগিয়ে থাকলেও, কোনও অংশে কম নন নাদালও। দুজনের ম্যাচ মানেই 'হাই ভোল্টেজ ম্যাচ'। সম্প্রতি এক সাক্ষাৎকারে জকোভিচ জানিয়েছেন নিজের এক অভিজ্ঞতার কথা। তাঁর দাবি, ১৭ বছর আগে নাদালের এক কীর্তি থেকে তিনি রীতিমতো ঘাবড়ে যান।
সার্বিয়ান টেনিস তারকা বলেন, 'তখন সবে আমার কেরিয়ার শুরু হয়েছে। আমার আর নাদালের লকার রুম একেবারে পাশাপাশি ছিল। তবে লকাররুম এতটাই ছোট ছিল যে দুজনে একে অপরকে জায়গা দিতে পারিনি। ও ম্যাচের আগে রীতিমতো স্প্রিন্ট করছিল। এমনকী ও নিজের হেডফোনে যেই গানটা শুনছিল সেটাও আমি শুনতে পাচ্ছিলাম। ওর এরকম কীর্তি দেখে আমি প্রথমদিকে রীতিমতো ঘাবড়ে গিয়েছিলাম।'
জকোভিচ আরও বলেন, 'দেখুন আপনি প্রথমবার যখন খেলতে নামবেন, আপনার মনেও কোথাও না কোথাও একটা ভয় কাজ করবেই। এটাই স্বাভাবিক। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। তখন সবে আমি নিজের কেরিয়ার শুরু করেছি এবং আমার বিপক্ষে ছিল নাদালের মতো একজন তারকা খেলোয়াড়। সুতরাং ম্যাচ শুরুর আগে এসব দেখে আমি রীতিমতো ঘাবড়ে যাই। ভাবছিলাম কি হবে কিছুক্ষণ পর। তবে এখন আর এগুলো আমায় বিশেষ চাপে ফেলে না। আমার দীর্ঘদিন হয়ে গিয়েছে টেনিস খেলার। এগুলোর সঙ্গে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। এখন উল্টে এগুলো আমাকে রীতিমতো উৎসাহ যোগায় ম্যাচের আগে। এগুলো দেখলে এখন আমার মনে হয় আমি ম্যাচের জন্য ১০০ শতাংশ তৈরি।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।