রঞ্জির গ্রুপ লিগে শুরু থেকেই দাপট দেখায় সৌরাষ্ট্র। তবে পঞ্জাবের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে প্রবল চাপে অর্পিত বাসবদারা। তৃতীয় দিনের শেষে ম্যাচের রাশ পঞ্জাবের হাতে বলা যায়। ঘরের মাঠে ব্যাকফুটে দেখাচ্ছে সৌরাষ্ট্রকে।
রাজকোটে সৌরাষ্ট্রের ৩০৩ রানের জবাবে ব্যাট করতে নেমে পঞ্জাব তাদের প্রথম ইনিংস শেষ করে ৪৩১ রানে। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ১২৮ রানের বড়সড় লিড পেয়ে যায় পঞ্জাব। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সৌরাষ্ট্র প্রথম ইনিংসের খামতি মিটিয়েছে বটে, তবে ইতিমধ্যেই তাদের ৪টি উইকেট হারাতে হয়েছে।
তৃতীয় দিনের শেষে সৌরাষ্ট্র তাদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ১৩৮ রান তোলে। সুতরাং, তাদের হাতে পুঁজি বলতে মাত্র ১০ রানের। বাকি ৬ উইকেটে সৌরাষ্ট্র নিজেদের দ্বিতীয় ইনিংস আরও কতদূরে টেনে নিয়ে যেতে পারবে, তার উপরেই নির্ভর করছে তাদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা।
পঞ্জাবের হয়ে প্রথম ইনিংসে অনবদ্য শতরান করেন দুই ওপেনার প্রভসিমরন সিং ও নমন ধীর। নিশ্চিত শতরান হাতছাড়া করেন ক্যাপ্টেন মনদীপ সিং। প্রভসিমরন ১২৬ রান করে আউট হন। ১৫৮ বলের ইনিংসে তিনি ১৩টি চার ও ৩টি ছক্কা মারেন। নমন সাজঘরে ফেরেন ব্যক্তিগত ১৩১ রানের মাথায়। ১৮০ বলের ইনিংসে তিনি ৯টি চার ও ৭টি ছক্কা মারেন।
আরও পড়ুন:- Ranji Trophy: চোয়ালচাপা শতরান শ্রেয়সের, রঞ্জির সেমিফাইনালে দিকে এক পা মায়াঙ্কদের
মনদীপ ৯১ রানে আউট হয়ে বসেন। ২০৬ বলের ধৈর্যশীল ইনিংসে তিনি ৯টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া আনমোল মালহোত্রা ৪১ ও বিনয় চৌধরী ১৮ রান করে সাজঘরে ফেরেন। সৌরাষ্ট্রের হয়ে প্রথম ইনিংসে একাই ৫টি উইকেট নেন ধর্মেন্দ্রসিং জাদেজা। পার্থ ভাট ৩টি এবং যুবরাজসিং দদিয়া ২টি উইকেট সংগ্রহ করেন।
সৌরাষ্ট্রের হয়ে দ্বিতীয় ইনিংসে খাতা খুলতে পারেননি হার্ভিক দেশাই। ৩৩ রান করে আউট হন অপর ওপেনার স্নেল প্যাটেল। বিশ্বরাজ জাদেজা মাত্র ৪ রান করে মাঠ ছাড়েন। শেল্ডন জ্যাকসন দলের ইনিংসে ২১ রানের সংক্ষিপ্ত যোগদান রাখেন। তৃতীয় দিনের শেষে ৪৪ রানে নট-আউট থাকেন ক্যাপ্টেন অর্পিত বাসবদা। চিরাগ জানি অপরাজিত থাকেন ব্যক্তিগত ৩৫ রানে।
পঞ্জাবের হয়ে দ্বিতীয় ইনিংসে ৬১ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন বিনয় চৌধরী। সিদ্ধার্থ কউল ২০ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। এখনও উইকেট পাননি বলতেজ সিং, মায়াঙ্ক মার্কান্ডেরা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।