শুভব্রত মুখার্জি:- চিনা মাস্টার্স সুপার ৭৫০ টুর্নামেন্টের ফাইনাল হয়ে গেল রবিবার। চিনের শেনজেন প্রদেশে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে ভারতীয় জুটি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি মুখোমুখি হয়েছিল শীর্ষ বাছাই চিনা জুটি লিয়াঙ্গ ওই কেঙ্গ এবং ওয়াঙ্গ চ্যাঙ্গ জুটির। লিয়াঙ্গদের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেও হেরে যেতে হল চিরাগদের। এশিয়ান গেমসের সোনাজয়ী জুটি চিরাগরা এদিন হেরে গেলেন ১৯-২১, ২১-১৮, ১৯-২১ ফলে। ম্যাচে এক গেমে পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক করেও শেষ রক্ষা করতে পারেনি ভারতীয় জুটি। তবে চিরাগদের লড়াইয়ের ফলে এক টানটান উত্তেজনার ম্যাচের সাক্ষী থাকলেন দর্শকরা।
এই মরশুমে এই নিয়ে টানা ছয় ফাইনালে খেলল ভারতীয় জুটি। এই ম্যাচেই তাদের প্রথম হারের সম্মুখীন হতে হল। এক ঘন্টা ১১ মিনিটের টানটান লড়াইয়ের শেষে ভারতীয় জুটি অবশেষে হার মানে এদিন। তৃতীয় গেমে একটা সময়ে চিরাগরা ১-৮ পয়েন্টে পিছিয়ে পড়েছিল। সেখান থেকে স্কোর দাঁড়ায় ১৩-২০। আটটি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট সেভ করে দেন সাত্ত্বিকসাইরাজরা। তবে শেষ পর্যন্ত ১৯-২১ ফলে তৃতীয় গেম হারের পাশাপাশি ম্যাচটি ও হারতে হয় তাদের। এই ম্যাচ জয়ের ফলে শেষ আট বছরে প্রথমবার কোন চাইনিজ জুটি পুরুষ বিভাগের ডাবলস খেতাব জয়ের কৃতিত্ব অর্জন করল। পাশাপাশি এশিয়ান গেমসের ফাইনালে ভারতীয় জুটির কাছে হারের মধুর প্রতিশোধ ও চাইনিজ জুটি নিয়ে নিল এই ম্যাচে।
ফাইনালে এদিন দুর্দান্ত ফর্মে ছিল দুই জুটিই। চিনা জুটির ডিফেন্সিভ খেলা ছিল অনবদ্য। ফলে বারবার সমস্যায় পড়েছে ভারতীয় জুটি। ফ্রন্টকোর্টে এদিন চিরাগ এবং ওয়াঙ্গের দারুণ লড়াই হয়। গুরুত্বপূর্ণ সব পয়েন্ট জিতে নেন ওয়াঙ্গ। প্রথম গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয়। একটা সময় স্কোর ছিল ৯-৯, ১৫-১৫, ১৯-১৯। এতটাই কঠিন লড়াই হয় দুই জুটির। তারপরেও প্রথম গেম জিতে নেয় চাইনিজ জুটি। দ্বিতীয় গেমে কামব্যাক করে ভারতীয় জুটি। দ্বিতীয় গেম জিতে ম্যাচে সমতা ফেরায় তারা। তৃতীয় গেমে কঠিন লড়াই করেও শেষ রক্ষা করতে না পারায় গেমের পাশাপাশি ম্যাচও হারতে হয় ভারতীয় জুটি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টিকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।