এইবারের ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার অ্যাশেজ টেস্ট সিরিজে বিতর্কের শেষ ছিল না। জনি বেয়ারস্টোর আউট হোক কিংবা স্টিভ স্মিথের রান আউট, সব ক্ষেত্রেই বিতর্ক দানা বেধেছে। সিরিজের শেষ ম্যাচের শেষ দিনেও তা পিছু ছাড়েনি। সেই দিন বল বদল নিয়ে অভিযোগ তুলেছে অস্ট্রেলিয়া। যা এই সিরিজে দুই দলের বাদানুবাদকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে। অজি দল মনে করছে ম্যাচে ইংল্যান্ডের জেতার পিছনে এই বল বদল অনেক বড় কারন হয়ে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররাও এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাই নিয়ে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। তারা জানিয়েছে মাঠে আম্পায়ারদের কোনও সিদ্ধান্তে তারা পদক্ষেপ করবে না। এছাড়াও ম্যাচ শুরু হওয়ার আগে প্রতিটি বল সঠিক নিয়ম মেনেই নির্বাচন করা হয়েছে।
চতুর্থ টেস্টের শেষ দিনে ৩৬ ওভারের মাথায় ম্যাচের বল পরিবর্তন করা হয়। বল পরিবর্তন হওয়ার পর অস্ট্রেলিয়ার দ্রুত উইকেট পড়তে শুরু করে। শেষ পর্যন্ত তারা ৪৯ রানে ম্যাচটি হেরে যায়। সিরিজ ২-২ হয়ে যায়। এরপরেই অস্ট্রেলিয়া অভিযোগ তুলতে শুরু করে যে বল পরিবর্তন করার পর যে বলটি নিয়ে আসা হয় তা যেমন থাকা দরকার তার থেকে অতিরিক্ত শক্ত এবং নতুন অবস্থায় ছিল। যার ফলে ইংল্যান্ডের ম্যাচ জিততে অনেক সুবিধা হয়েছে। এ কথা ঠিক যে এই বল পরিবর্তন ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে উঠে এসেছে।
অস্ট্রেলিয়া দলের পাশাপাশি প্রাক্তন অজি ক্রিকেটাররাও অভিযোগ তুলতে থাকেন। প্রাক্তন ক্রিকেটার রিকি পন্টিং এবং গ্লেন ম্যাকগ্রা এই ম্যাচের বল পরিবর্তন নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। এই বিষয়ে রিকি পন্টিং নিজের হতাশা প্রকাশ করে স্কাই স্পোর্টসে বলেন, 'বল পরিবর্তনের সময় যে বলটিকে বেছে নেওয়া হয়েছে তার সঠিক অবস্থা সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। পৃথিবীতে এমন কোনও উপায় নেই যেখানে ওই দুটি বলের দিকে তাকিয়ে বলতে পারা যাবে এগুলো একে অপরের তুলনাযোগ্য। তবে যে বলটি পরিবর্তন করা হচ্ছে তার সঙ্গে নতুন বলের যতটা সম্ভব সাদৃশ্য দেখেই তা পরিবর্তন করা হয়। বলের বাক্সতে অনেক পুরনো বলছিল সেইগুলি আম্পায়াররা হাতে ধরেও ফেলে দিয়েছেন।'
এই বিতর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছে আইসিসি। আইসিসির গ্লোবাল ক্রিকেট গভর্নিং বডির এক সদস্য বলেন, 'ম্যাচগুলিতে আম্পায়ারের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আইসিসি কোনও হস্তক্ষেপ করে না। তবে আমরা এই বিষয়ে নিশ্চিত করে বলতে পারি প্রতিটি ম্যাচ শুরুর আগে সব বল আগে থেকে নির্বাচন করা হয়েছে। যখন বল বদলের মতো পরিস্থিতি হয়েছে কর্মকর্তারা প্রয়োজনীয় সঠিক বলটি বেছে নিয়েছে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।