বাংলা নিউজ > ময়দান > ভিডিয়ো: মণিপুরকে বাঁচান- আমেরিকা থেকে নরেন্দ্র মোদী ও অমিত শাহের কাছে মীরাবাই চানুর আবেদন

ভিডিয়ো: মণিপুরকে বাঁচান- আমেরিকা থেকে নরেন্দ্র মোদী ও অমিত শাহের কাছে মীরাবাই চানুর আবেদন

নরেন্দ্র মোদী ও অমিত শাহের কাছে মীরাবাই চানুর আবেদন (ছবি-টুইটার)

এই ভিডিয়োতে মীরাবাই চানু বলছেন মণিপুরের মানুষকে বাঁচান। এর পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী জয় শাহের কাছে মণিপুরে শান্তি ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে মীরাবাই চানুর এই ভিডিয়ো।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে সহিংসতা অব্যাহত রয়েছে। এদিকে অলিম্পিক চ্যাম্পিয়ন মীরাবাই চানু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে একটি বিশেষ আবেদন জানিয়েছেন। আসলে মীরাবাই চানু বর্তমানে আমেরিকায় রয়েছেন। তিনি ১ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিয়ো প্রকাশ করেছেন। এই ভিডিয়োতে মীরাবাই চানু বলছেন মণিপুরের মানুষকে বাঁচান। এর পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে মণিপুরে শান্তি ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে মীরাবাই চানুর এই ভিডিয়ো।

মণিপুরে সহিংসতা এখনও নিয়ন্ত্রণে আসেনি। এমন পরিস্থিতিতে মণিপুরের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন জানিয়েছেন অলিম্পিক্সের পদকজয়ী ভারোত্তোলক মীরাবাই চানু। তিনি মণিপুরে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। তিনি ভিডিয়োর মাধ্যমে বলেছেন যেন শীঘ্রই মণিপুর আবার স্বাভাবিক হয়ে উঠুক। এই ভিডিয়ো বার্তাতে চানু বলতে চেয়েছেন যে মণিপুরে জাতিগত সংঘাতের কারণে অনেক ক্রীড়াবিদ প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে পাচ্ছে না। শিশুদের শিক্ষাও অনেকাংশে প্রভাবিত হচ্ছে। তিনি বলেন, যে বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছে। অনেকের বাড়ি পুড়ে গেছে। চানু জানান মনিপুরে তারও একটি বাড়ি আছে। তিনি এরপরে জানান যে তিনি এখন তাঁর রাজ্যে নেই, তিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান গেমসের জন্য নিজেকে প্রস্তুত করছেন। যদিও তিনি মণিপুরে নেই তবে তিনি সবসময় তাঁর রাজ্যকে নিয়ে ভাবছেন। তিনি ভাবছেন এই সংগ্রাম কবে শেষ হবে।

ভিডিয়ো বার্তাতে মীরাবাই চানু ঠিক কী বলছেন? তিনি বলেছিলেন, ‘মণিপুরে চলতি হিংসার পরিবেশ ৩ মাস পূর্ণ করতে চলেছে। কিন্তু এখনও পর্যন্ত সেখানে শান্তি ফিরে আসেনি।’ তিনি আরও বলেন, ‘এই সহিংসতার কারণে অনেক খেলোয়াড় প্রশিক্ষণ নিতে পারছেন না। এ ছাড়া শিশুদের লেখাপড়াও হচ্ছে না। এই সহিংসতায় এখন পর্যন্ত অনেকেই প্রাণ হারিয়েছেন। অনেক বাড়ি পুড়ে গেছে, মনিপুরে আমারও একটা বাড়ি আছে।’ অলিম্পিক্স চ্যাম্পিয়ন মীরাবাই চানু ভিডিয়োতে বলেছেন যে, ‘আমি বর্তমানে আমেরিকায় আছি এবং আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নিচ্ছি।’

ভাইরাল হওয়া ভিডিয়োতে মীরাবাই চানু বলছেন যে, ‘আমি মণিপুরে না থাকলেও আমি দেখছি এবং ভাবছি এই লড়াই কবে শেষ হবে...। আমি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন করছি যে এই লড়াই শান্ত হোক। যত তাড়াতাড়ি সম্ভব মণিপুরের মানুষকে বাঁচান এবং তাদের সাহায্য করুন। মণিপুরে আগের মতো শান্তি ফিরিয়ে আনুন।’ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে মীরাবাই চানুর এই ভিডিয়ো। এছাড়াও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা মীরাবাই চানুর ভিডিয়ো নিয়ে ক্রমাগত মন্তব্য করছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

প্রাণনাশের হুমকি, দিল্লি থেকে তড়িঘড়ি মুম্বইতে ফিরলেন মুনাওয়ার ফারুকি ভয়কে জয়, আন্দোলন থেকে সরছি না, অকপট জুনিয়র ডাক্তার, বাংলায় রাজনীতির নয়া দিশা? বিরাট কোহলি কে? ক্রিকেট কী? ভাইরাল ভিডিয়ো দেখে অবাক সকলেই! সামনে উঠে এল আসল সত্য জঙ্গলমহল, পাহাড়, ব্যারাকপুরকে 'ঠান্ডা' করেছেন- সেই মনোজ পারবেন কলকাতাকে সামলাতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চিন বধ ভারতের! যুগরাজের গোলে চ্যাম্পিয়ন ভারত! কলকাতা লিগের সুপার সিক্সে দুরন্ত ইস্টবেঙ্গল! সুরুচি সঙ্ঘকে হারাল ৫-০ গোলে… চাইলেন সূর্যকুমার যাদব হতে! দলকে ডুবিয়ে,লোক হাসিয়ে মাঠ ছাড়লেন পাক ক্রিকেটার… ভোটের আগেই সঙ্কটে এমভিএ শিবির, মুখ্যমন্ত্রী হতে চান, অকপট এনসিপি নেতা অজিত সিপিএমের মীনাক্ষীকে ‘মিনু মাসি’ বলে কটাক্ষ পরিচালক-পত্নীর, তোপ শ্রীলেখার আগামিকালের চন্দ্রগ্রহণ ৩ রাশির জন্য হতে চলেছে বিপজ্জনক, থাকতে হবে খুব সতর্ক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.