বাংলা নিউজ > ময়দান > কেরলে মজেছে উইম্বলডন! ঐতিহ্যবাহী টুর্নামেন্টে জায়গা পেল বিখ্যাত স্নেক বোট

কেরলে মজেছে উইম্বলডন! ঐতিহ্যবাহী টুর্নামেন্টে জায়গা পেল বিখ্যাত স্নেক বোট

কেরল ট্যুরিজমে মজল উইম্বলডন। ছবি- টুইটার 

 ঐতিহ্যবাহী উইম্বলডন টুর্নামেন্টে জায়গা পেল কেরলের স্নেক বোট রেস। উইম্বলডনের টুইটার পেজে সেই ছবি পোস্ট করা হয়েছে। যা কেরলের ট্যুরিজমকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। 

শুভব্রত মুখার্জি: ভারতবর্ষের দক্ষিণের রাজ্য কেরল। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য্যে পরিপূর্ণ এই রাজ্য। যাকে অনেকেই 'গডস ওন কান্ট্রি' অর্থাৎ ভগবানের নিজের দেশ বলে থাকেন। কেরলের প্রাকৃতিক বৈচিত্র্য এক কথায় অসাধারণ। একদিকে যেমন রয়েছে সমুদ্র,তেমন অন‌্যদিকে কিন্তু রয়েছে পাহাড়‌। রয়েছে আলেপ্পির মতন অনবদ্য 'ব্যাক ওয়াটার' ভ্রমণের সুযোগও। কেরল সরকারের তরফে রাজ্যের ট্যুরিজমকে আলাদা করে তুলে ধরতে প্রচারের কোনও খামতি নেই। আর সেই কেরলের ট্যুরিজমে এবার মজেছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লন টেনিসের টুর্নামেন্ট উইম্বলডন! তাদের সব ডিজিটাল মাধ্যমে কেরলের বিখ্যাত স্নেক বোটের অর্থাৎ সাপের মতন অনেকটা দেখতে নৌকার ছবি ব্যবহার করে এবারের প্রমোশন করা হচ্ছে।

কেরলের এই স্নেক বোট দৌড় ও যথেষ্ট ঐতিহ্যবাহী। দীর্ঘদিন ধরে চলে আসছে এই প্রতিযোগিতা। আর সেই বিখ্যাত স্নেক বোটের ছবিকেই এবার তাদের প্রচারে ব্যবহার করেছে উইম্বলডন কতৃপক্ষ। তাদের সব ডিজিটাল মাধ্যমে যে পোস্টার ব্যবহার করা হয়েছে সেখানে এই নৌকার ছবি ব্যবহার করা হয়েছে। তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ও এই স্নেক বোটের ছবি সমৃদ্ধ পোস্টারের ব্যবহার করা হয়েছে। যা নিয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত কেরল সরকারের ট্যুরিজম বিভাগের কর্তারা। ট্যুরিজম নিয়ে তাদের প্রচার যে বিশ্বব্যাপী সাফল্য পেয়েছে তার প্রমাণ উইম্বলডনের নয়া ডিজিটাল পোস্টার বলেই মত তাদের।

এই পোস্টারে দেখা যাচ্ছে উইম্বলডনে খেলা তারকারা দুদিকে দুটি স্নেক বোট চালাচ্ছেন। তাদের পরনে রয়েছে উইম্বলডনের ঐতিহ্যশালী পোষাক। মনোরম ব্যাক ওয়াটারে তারা তাদের নৌকা চালাচ্ছেন। কেরলের এক সবুজে ঘেরা নারকেল বাগানের মধ্যে দিয়ে তারা তাদের নৌকাকে নিয়ে যাচ্ছেন। কেরল ট্যুরিজমের তরফেও এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। এই ছবিতে আবার ইমোজিতে দেখা যাচ্ছে লন্ডন এবং কেরল একে অপরের সঙ্গে করমর্দন করছে। ক্যাপশনে লেখা, 'বার্ষিক দৌড়ের জন্য প্রস্তুত! ২০২৩ উইম্বলডনের ট্রফি এবার কে জিতবে!'

তবে ইংল্যান্ডে কেরলের ট্যুরিজমের প্রশংসা এই প্রথম নয়,এর আগে ও করা হয়েছে। চেলসি ফুটবল ক্লাবের তরফে কেরলের আলাপাজুর ব্যাক ওয়াটারের প্রশংসা করা হয়। কাকতালীয়ভাবে এই বছরে উইম্বলডনের শুরু এবং কেরলের নৌকা দৌড়ের মরশুমের শুরুটা একসঙ্গেই হচ্ছে। আজ অর্থাৎ সোমবারেই পাম্বা নদীতে আয়োজন করা হয়েছিল চাম্পাকুলাম মুলাম ভাল্লাম কালি নামক প্রতিযোগিতার। উল্লেখ্য কেরলের এই বিশেষ ধরনের নৌকার স্নেক বোট নামকরণ ও করা হয়েছিল ব্রিটিশদের তরফে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন