শুভব্রত মুখার্জি:- প্যারিস অলিম্পিক গেমসের কোয়ালিফায়ারের শুরুটা ভারতের একেবারেই ভালো হয়নি। তবে সেই হতাশাজনক পারফরম্যান্সের রেশ ভারত কাটিয়ে ওঠার ইঙ্গিত দিয়েছিল দ্বিতীয় ম্যাচেই। আর নিজেদের তৃতীয় ম্যাচের পরে এবার প্যারিসের বিমান ধরার স্বপ্ন আরও জোরদার হল সবিতা পুনিয়াদের। তাঁরা অলিম্পিক্স কোয়ালিফায়ারের সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন। মঙ্গলবার রাঁচিতে তাঁরা উড়িয়ে দিয়েছেন ইতালিকে। ইউরোপের দেশ ইতালিকে ৫-১ গোলে চূর্ণ করে তাঁরা নিশ্চিত করেছেন সেমিফাইনালের টিকিট।
অলিম্পিক গেমসের কোয়ালিফায়ারের শুরুটা ভারতের খুব খারাপ হয়েছিল। আমেরিকার কাছে প্রথম ম্যাচে ভারতকে হারতে হয়েছিল ১-০ ফলে। এই ম্যাচে হঠাৎ করে হেরে যাওয়ার ফলে ভারতের কোয়ালিফিকেশনের প্রশ্নচিহ্নের মুখে পড়ে গিয়েছিল। তবে সেখান থেকে দাঁড়িয়ে দারুণ কামব্যাক করেছিল তারা গত ম্যাচে। নিজেদের পুলের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে তারা ৩-১ গোলে জয় পেয়েছিল। সেই ধারা বজায় রেখে তারা ৫-১ গোলের বিরাট ব্যবধানে জয় পেল ইতালির বিরুদ্ধে। রাঁচির মারাঙ্গ গোমকে জয়পাল সিং অ্যাস্টোটার্ফে ঝড় তোলেন ভারতীয় খেলোয়াড়রা। খেলার শুরুতেই লিড নিয়ে নেয় ভারত।
ম্যাচের এক মিনিটের মাথাতেই গোল করে ভারতকে লিড এনে দেন উদিতা। এরপর দ্বিতীয় কোয়ার্টার গোলশূন্যভাবে শেষ হয়। তৃতীয় কোয়ার্টারে ভারতের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন দীপিকা। ম্যাচের ৪১ মিনিটে গোল করেন তিনি। এর চার মিনিট পরেই ভারত ফের তাদের ব্যবধান বাড়ায়। ৪৫ মিনিটে গোল করেন সালিমা টেটে। ৫৩ মিনিটে ভারতের হয়ে চতুর্থ গোলটি করেন নবনীত কৌর। ভারতীয় দলের আক্রমণের সুনামিতে ততক্ষণে ভেঙে গিয়েছে ইতালির ডিফেন্সের বাঁধ।
যার সুযোগ নিয়ে ম্যাচে নিজের দ্বিতীয় এবং ভারতের পঞ্চম গোলটি ম্যাচের ৫৫ মিনিটে করেন উদিতা। ম্যাচের ৬০ মিনিটে ইতালির হয়ে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন ক্যামিলা মাচিন। ফলে ৫-১ গোলের বিরাট ব্যবধানে জয় পায় ভারতীয় দল। এই জয়ের ফলে ভারত নিজেদের পুলে দ্বিতীয় স্থানে শেষ করে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। এই পুলের শীর্ষে শেষ করেছে আমেরিকা। তারা নিউজিল্যান্ডকে এদিনের অপর ম্যাচে হারিয়ে দেয়। ফলে ইতালির বিরুদ্ধে ড্র করলেই সেমিফাইনাল নিশ্চিত হত ভারতের। এমন অবস্থায় তারা বিরাট ব্যবধানে জয় নিশ্চিত করে। সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে শক্তিশালী জার্মান দলের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।