শুক্রবার বার্লিনে ইতিহাস লিখলেন ভারতের মহিলা তিরন্দাজরা। বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা টিম কমপাউন্ড তিরন্দাজিতে সোনার লক্ষ্যভেদ করে বাজিমাত করলেন। প্রথম বার ভারতের মেয়েরা কমপাউন্ড তিরন্দাজিতে দেশকে সোনা এনে দিলেন। এর আগে তিরন্দাজির দলগত প্রতিযোগিতায় ভারত কখনও সোনা জিততে পারেনি।
এই মহিলা টিমে ছিলেন জ্যোতি সুরেখা ভেন্নাম, পরনীত কৌর এবং অদিতি গোপীচাঁদ স্বামী। তিন যোদ্ধা মিলে ভারতীয় মহিলা কম্পাউন্ড তিরন্দাজিতে সোনা এনে দিয়েছেন দেশকে। যে কোনও বিভাগ মিলিয়ে তিরন্দাজ বিশ্ব চ্যাম্পিয়নশিপে এটি ছিল ভারতের প্রথম সোনা। স্বর্ণপদকের ফাইনালে ভারতের তিন তারকা মিলে টুর্নামেন্টে ফেভারিট মেক্সিকান টিমকে হারিয়ে দিয়েছেন। মেক্সিকান টিমে ছিলেন ড্যাফনে কুইন্তেরো, আনা সোফা হার্নান্দেজ জিওন এবং আন্দ্রেয়া বেসেরা। ভারতীয় টিম ফাইনালে ২৩৫-২২৯ ব্যবধানে হারিয়েছে মেক্সিকোকে।
শুধু ফাইনালে মেক্সিকোকে হারানোই ভারতের এই টুর্নামেন্টে একমাত্র সেরা পারফরম্যান্স ছিল না। একাধিক কঠিন প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের মেয়েরা। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে যদিও বাই পেয়েছিল ভারতের মহিলা কমপাউন্ড দল। প্রি-কোয়ার্টার ফাইনালে তুরস্ক এবং কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপেকে হারায় ভারতীয় দল। কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপেকে ২২৮-২২৬ ব্যবধানে হারিয়েছিল ভারত।
এর পর ভারতের মেয়েরা এই টুর্নামেন্টের সেমিফাইনালে হারিয়েছিলেন গতবারের চ্যাম্পিয়ন কলম্বিয়াকে। সেই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ভারত ২২০-২১৬ ব্যবধানে জিতেছিল। তার পর ফাইনালেও ফেভারিট মেক্সিকোকে হারিয়ে সোনা জিতেছেন জ্যোতি, পরনীত, অদিতিরা।
ওয়ার্ল্ড আর্চারির তরফ থেকে টুইটারে ভারতের জয়ের এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। এবং ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভারতের ঐতিহাসিক জয়। বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পাওয়া গেল।’
বিশ্বচ্যাম্পিয়ন হয়ে খুব স্বাভাবিক ভাবেই উচ্ছ্বাসের জোয়ারে ভাসছে ভারতীয় মহিসা তিরন্দাজেরা। অদিতি বলেছেন, ‘দেশের হয়ে প্রথম বার সোনা জিতলাম। এটা দারুণ অনুভূতি। ভালো ফল করার ব্যাপারে আমরা প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলাম। প্রতিপক্ষ কারা রয়েছে, তা নিয়ে শুরু থেকেই ভাবিনি। আমরা শুধু মন দিয়েছিলাম, সঠিক লক্ষ্যে তির ছোড়ার ক্ষেত্রে।’
এখনও পর্যন্ত তিরন্দাজি বিশ্বকাপে ভারতীয়রা জিতেছেন মোট ছ’টি সোনা, একটি রুপো এবং চারটি ব্রোঞ্জ। তবে এদিনের আগের সব সোনার পদকই ছিল ব্যক্তিগত ইভেন্টে। এই প্রথম বার বিশ্বচ্যাম্পিয়নশিপের মঞ্চে দলগত ইভেন্টে সোনা জিতল ভারত। আর সেই সোনা এল মহিলা তিরন্দাজদের হাত ধরে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।