প্রো সদস্যরা অনলাইনে খাবার অর্ডার করার সময় বা জোম্যাটোর পার্টনার রেস্তোরাঁয় খাওয়ার সময় ছাড় পান। অনেক ক্ষেত্রে ডেলিভারি চার্জও মকুব করা হয়। নিয়মিত যাঁরা অনলাইন খাবার অর্ডার করতেন, তাঁদের জন্য এটি সেরা অপশন ছিল।
1/5Zomato Pro-এর নতুন সাইন আপ ও রিনিউয়াল বন্ধ হচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্টে এমনটাই বলা হয়েছে। ফাইল ছবি : মিন্ট (Mint)
2/5ইতিমধ্যেই আরও প্রিমিয়াম Zomato Pro Plus-এর রিনিউয়াল বন্ধ করে দিয়েছে সংস্থা। ফাইল ছবি: রয়টার্স (Mint)
3/5২০২০ সালে জোম্যাটো প্রো এবং ২০২১ সালে জোমাটো প্রো প্লাস চালু হয়। জোম্যাটো প্রো-এর মাধ্যমে Zomato গোল্ড মেম্বারশিপ অফার রিপ্লেস করা হয়। প্রো সদস্যরা অনলাইনে খাবার অর্ডার করার সময় বা জোমাটোর পার্টনার রেস্তোরাঁয় খাওয়ার সময় ছাড় পান। অনেক ক্ষেত্রে ডেলিভারি চার্জও মুকুব করা হয়। নিয়মিত যাঁরা অনলাইন খাবার অর্ডার করতেন, তাঁদের জন্য এটি সেরা অপশন ছিল। ফাইল ছবি : মিন্ট (Mint)
4/5কিন্তু কেন জোম্যাটো তার প্রো এবং প্রো প্লাস অপশন তুলে দিচ্ছে? এ বিষয়ে জানিয়েছেন সংস্থার এক মুখপাত্র। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (Mint)
5/5তিনি বলেন, জোম্যাটো প্রো এবং প্রো প্লাস আমাদের গ্রাহক এবং মার্চেন্টদের থেকে দারুণ সাড়া পেয়েছে। তবে আমরা চাই এটি আরও বেশি সুবিধা দিক। পুরো বিষয়টা তাই নতুন করে ঢেলে সাজাচ্ছে সংস্থা। ফাইল ছবি: রয়টার্স (Mint)