WhatsApp-এ ইন্টারনেটের মাধ্যমে আসে। কিছু মিডিয়া রিপোর্ট অনুসারে, এই আন্তর্জাতিক নম্বরগুলি আসবে বিভিন্ন এজেন্সি মারফত এই দেশের স্ক্যামারদের হাতে আসছে।
1/5WhatsApp-এ ইদানিং এক নয়া প্রতারণা শুরু হয়েছে। অচেনা নম্বর থেকে ফোন আসছে অনেকের কাছে। বেশিরভাগ ক্ষেত্রেই ভারতের বাইরের নম্বর থেকে এই ফোন আসছে। ব্যাপারটা কী? ফাইল ছবি: টুইটার (Twitter)
2/5বিভিন্ন দেশ যেমন ইথিওপিয়া (+251), মালয়েশিয়া (+60), ইন্দোনেশিয়া (+62), কেনিয়া (+254), ভিয়েতনাম (+84) এবং অন্য দেশের আন্তর্জাতিক নম্বর থেকে এই কলগুলি আসছে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা (Twitter)
3/5WhatsApp-এ ইন্টারনেটের মাধ্যমে আসে। কিছু মিডিয়া রিপোর্ট অনুসারে, এই আন্তর্জাতিক নম্বরগুলি আসবে বিভিন্ন এজেন্সি মারফত এই দেশের স্ক্যামারদের হাতে আসছে। ফাইল ছবি: পিটিআই (Twitter)
4/5হঠাত্ই বিদেশি এই প্রতারণা চক্রগুলির থেকে কল এলে তা রিসিভ না করাই শ্রেয়। বরং এই নম্বরগুলি ব্লক এবং রিপোর্ট করতে পারেন। এই ধরণের অচেনা বিদেশি নম্বর থেকে কল এলে তা কখনই কল ব্যাক করবেন না। ফাইল ছবি: রয়টার্স (Twitter)
5/5হোয়াটসঅ্যাপে কোনও নম্বর কীভাবে ব্লক করবেন? প্রথমে সেই নম্বর সেভ করুন। তারপর তার চ্যাট খুলুন। এরপর More> ব্লক > ব্লক। পরপর এই স্টেপের মাধ্যমেই হোয়াটসঅ্যাপে কোনও নম্বর ব্লক করে দিতে পারবেন। ছবিটি প্রতীকী, সৌজন্য : রয়টার্স (Twitter)