Video: মমতার হাত ধরে বাবুঘাটে গঙ্গা-আরতির সূচনা, শাঁখ বাজিয়ে, মন্ত্রোচ্চারণ-অঞ্জলিতে হল শুভারম্ভ
Updated: 02 Mar 2023, 09:08 PM ISTবারাণসীর ধাঁচে এবার কলকাতার গঙ্গার ঘাটেও আরতি শুরু হচ্ছে। এই বার্তা আগেই দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বার্তা মতোই এবার বাবুঘাটে শুরু হল গঙ্গা-আরতি। এই গঙ্গা আরতির শুভ সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মা গঙ্গার মূর্তিতে অঞ্জলি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘক্ষণ ধরে মা গঙ্গার মূর্তির সামনে মন্ত্র উচ্চারণ করেন দিদি। করেন আরতি। এরপর শঙ্খধ্বনি বাজতে থাকে। শাঁখ বাজান মমতাও।