Updated: 17 Apr 2024, 04:23 PM IST
লেখক Ayan Das
হাতে তরোয়াল - সেটা নিয়ে রামনবমীতে মিছিল করলেন বিজেপি নেতারা। হাওড়া সদরের বিজেপি সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্যের হাতে তরোয়াল দেখা গিয়েছে। বুধবার খুরুট মোড় থেকে রামরাজাতলা পর্যন্ত রামনবমীর শোভাযাত্রা বের করা হয়। 'রামসেনা'-র তরফে সেই শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় ছিলেন হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীও। সেখানেই রমাপ্রসাদের হাতে তরোয়াল দেখা যায়। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -