বাংলা নিউজ >
দেখতেই হবে >
ভোটযুদ্ধ >
Mimi Chakraborty news: অকারণে গালাগাল খাই, আমার মতো মানুষের জন্য রাজনীতি নয়, আক্ষেপ ‘১ নম্বর সাংসদ’ মিমির
Updated: 16 Feb 2024, 07:22 AM IST
লেখক Ayan Das
অকারণে গালাগাল খাই, আমার মতো মানুষের জন্য রাজনীতি নয়, বৃহস্পতিবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে মিমি চক্রবর্তীর গলায় শোনা গেল আক্ষেপের সুর। বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন মিমি। সেখানেই তৃণমূল সাংসদ হিসেবে নিজের ইস্তফাপত্র দেন। কেউ সেই পথে হেঁটেছেন, সেটা নিজেই জানিয়েছেন যাদবপুরের তৃণমূল সাংসদ।