Updated: 13 Aug 2023, 03:21 PM IST
লেখক Priyanka Mukherjee
বক্স অফিসে এই মুহূর্তে ‘গদর’ সৃষ্টি করতে সফল হয়েছে সানি-আমিশার ‘গদর ২’। প্রত্যাশা পূরণে পুরোপুরি সফল পরিচালক অনিল শর্মা বাইশ বছর পরও একটা ছবি নিয়ে ভক্তদের মধ্যে এতটা উন্মাদনা সত্যিই বিরল। শুক্রবার সারা দেশে ৪০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। এদিন রাতে ছবির গ্র্যান্ড প্রিমিয়ারে এক ছাদের নীচে পাওয়া গেল সানি-আমিশাদের। চারিদিকে ঢোল-নাগারার শব্দ, ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ স্লোগানও শোনা গেল তারা ও সাকিনার মুখে।