Updated: 04 Jul 2022, 07:48 PM IST
লেখক Sritama Mitra
এক অসামান্য সাহসিকতার ছবি উঠে এল কাশ্মীরের রিয়াসি ... more
এক অসামান্য সাহসিকতার ছবি উঠে এল কাশ্মীরের রিয়াসি থেকে। সেখানে গ্রামবাসীরাই হাতেনাতে ধরে ফেলেন দুই লস্কর ই তৈবা জঙ্গিকে। দুই জঙ্গিই ছিল কাশ্মীরের মোস্ট ওয়ান্টেডের তালিকায়। গ্রামবাসীরা তাদের পাকড়াও করেই তুলে দেয় পুলিশের হাতে। স্বপ্নসুন্দর এলাকা কাশ্মীরের রিয়াসি। সেখানের তাসকান ঢোক গ্রামে জঙ্গিরা গা ঢাকা দিয়েছিল বলে খবর। খবর জানতেই গ্রামবাসীরাই তুলে দেয় তাদের পুলিশের হাতে। রজৌরির তালিব হুসেন ও পুলওয়ামার ফয়জল আহমেদ দারের মতো কুখ্যাত লস্কর ই তৈবা জঙ্গি এভাবে গ্রেফতার হয়।