Updated: 02 Dec 2022, 11:18 PM IST
লেখক Sritama Mitra
জি ২০ সম্মেলনে ভারতের সভাপতিত্বের আনুষ্ঠানিক সূচনা হয়ে গিয়েছে। সদ্য বালিতে ভারতের হাতে আনুষ্ঠানিকভাবে এই সভাপতিত্বের ভার তুলে দেওয়া হয়। এদিকে, এই বিশাল কর্মকাণ্ড ঘিরে ASI এর চিহ্নিত ১০০ টি সৌধে আলোকসজ্জায় উঠে এল জি ২০ এর লোগো। কাশ্মীরের শঙ্করাচার্য মন্দির থেকে মহাবলিপুরমের 'বাটার বল' -এ উঠে আসে এই আলোকসজ্জার ছবি। লালকেল্লা, সাঁচিস্তূপ, মান্ডুর রাজ প্রাসাদ সর্বত্র এই আলোকসজ্জা দেখা যায়। কলকাতার মেটক্যাফে হল-এ ফুটে ওঠে এই আলোকসজ্জার দৃশ্য। ওড়িশার সমুদ্র তীরে সুদর্শন পট্টনায়কের হাতে বালি দিয়ে নির্মিত হয় এই বিশেষ লোগো।