বাংলা নিউজ >
দেখতেই হবে >
Tota Roy Chowdhury-RRKPK: 'লক্ষ্য ছিল রণবীর সিংয়ের সঙ্গে সমান দক্ষতায় নাচা'
Updated: 06 Aug 2023, 03:59 PM IST
Ranita Goswami
টোটা সাক্ষাৎকারে বলেন, ‘আমি ওয়েস্টার্ন ডান্স করতাম। তবে এই চরিত্রে কাজের শুরু থেকেই শর্ত ছিল ‘কত্থক শিখতে হবে’। করণ শানু শর্মাকে তিনটে শর্ত দিয়েছিলেন। এক, যে অভিনেতাকে বাছা হবে তিনি যেন নাচে সাবলীল হন, সেন্স অফ ডান্স আর মিউজিক যেন থাকে। দুই, চেহারা এমন হবে যেন রণবীর সিং-এর সমান মনে হয়, স্মার্ট চেহারা চাই। আর তৃতীয়, কত্থক শিখতে হবে, কোনও চিটিং-এ আমি করব না। তো প্রথম দুটোতে টিকমার্ক ছিল, শেষটার জন্য ৪-৫ মাস লেগেছিল।’