বাংলা নিউজ > ক্রিকেট > DC vs GT, IPL 2024: শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না গুজরাট, ৪ রানে জিতে অক্সিজেন পেল দিল্লি

DC vs GT, IPL 2024: শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না গুজরাট, ৪ রানে জিতে অক্সিজেন পেল দিল্লি

শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না গুজরাট, ৪ রানে জিতে অক্সিজেন পেল দিল্লি। ছবি: এপি

Delhi Capitals vs Gujarat Titans: শেষ ওভারে দরকার ছিল ১৯ রান। রশিদ খান ২টি চার এবং একটি ছক্কা হাঁকিয়ে গুজরাটকে প্রায় জয়ের দরজায় পৌঁছেও দিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। দিল্লির দেওয়া ২২৫ রান তাড়া করতে নেমে, ২২০ রানে থেমে যায় গুজরাট টাইটান্সের ইনিংস।

আবার হাড্ডাহাড্ডি লড়াই। আরও একটি রুদ্ধশ্বাস ম্যাচ। শেষ বলের থ্রিলারে শেষ পর্যন্ত ঘরের মাঠে গুজরাট টাইটান্সকে হারিয়ে আইপিএলের প্লে-অফের লড়াইয়ে পুরোদমে টিকে থাকল দিল্লি ক্যাপিটালস। প্লে-অফের লড়াইয়ে থাকতে হলে, ঘরের মাঠে এই ম্যাচটি জেতা খুবই গুরুত্বপূর্ণ ছিল দিল্লির কাছে। বুধবার অরুণ জেটলি স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসলেন ঋষভ পন্তই।

শেষ ওভারে দরকার ছিল ১৯ রান। মুকেশ কুমার বল করতে এলে, তাঁকে প্রথম দুই ডেলিভারিতেই চার হাঁকান রশিদ খান। এর পর ৪ বলে ১১ রান দরকার ছিল। পরের দুই বলে কোনও রান হয়নি। কিন্তু পঞ্চম বলে লম্বা ছক্কা হাঁকান রশিদ। শেষ বলে আর মাত্র ৫ রান দরকার ছিল। চার মারলে টাই হতো, সুপার ওভারে গড়াত ম্যাচ। আর ছক্কা মারলে জিতে যেত গুজরাট। কিন্তু শেষ বলে কোনও রান হয়নি। কোনও মতে চার রানে ম্যাচ জিতে বড় অক্সিজেন পেল দিল্লি ক্যাপিটালস। দিল্লির দেওয়া ২২৫ রান তাড়া করতে নেমে, ২২০ রানে থেমে যায় গুজরাট টাইটান্সের ইনিংস।

আরও পড়ুন: শেষ ২ ওভারে দিল্লি হাফসেঞ্চুরি করল, পন্ত-স্টাবস ঝড়ে স্কোর ১৭১ থেকে পৌঁছে গেল ২২৪-এ, হল বড় রেকর্ড

টস হেরে এদিন প্রথমে ব্যাট করতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। ব্যাট হাতে ইনিংসের শুরুটা যতটা খারাপ করেছিল দিল্লি, শেষটা কিন্তু ততটাই বিধ্বংসী মেজাজে করে তারা। বুধবার ঘরের মাঠে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে শেষ দুই ওভারে হাফসেঞ্চুরি করে ফেলে দিল্লি। যার নিটফল, পাওয়ার প্লে-তে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ডিসি-র স্কোর ছাপিয়ে যায় ২০০।

পাওয়ার প্লে-র শেষে ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে একেবারে কেঁপে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। পৃথ্বী শ' (৭ বলে ১১), জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক (১৪ বলে ২৩) এবং শাই হোপ (৬ বলে ৫) সাজঘরে ফিরে গিয়েছিলেন। পাওয়ার প্লে-তে এই তিন উইকেটই তুলে নেন সন্দীপ ওয়ারিয়র। কিন্তু এর পরেই ম্যাচের রং বদলাতে শুরু করেন অক্ষর প্যাটেল এবং ঋষভ পন্ত মিলে। দু'জনে চতুর্থ উইকেটে স্কোরবোর্ডে ১১৩ রান যোগ করেন। এতে পায়ের তলার জমি খুঁজে পায় দিল্লি ক্যাপিটালস। তবে ১৭তম ওভারের শেষ ডেলিভারিতে ৪৩ বলে ৬৬ করে অক্ষর সাজঘরে ফিরলে, ক্রিজে আসেন ত্রিস্তান স্টাবস। তার পরেই দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বয়ে যায় সুনামী।

আরও পড়ুন: ৩ উইকেট পেলেও, কোটা পূরণ করলেন না সন্দীপ, ০/৭৩ পরিসংখ্যানে বল করে লজ্জার নজির মোহিতের

দিল্লির ইনিংসের ১৮তম ওভারে আসে ১৪ রান। ১৯তম ওভারে হয় ২২ রান। আর ২০তম ওভারে ৩১ রান যোগ করে দিল্লি ক্যাপিটালস। শেষ দুই ওভারে মোট ৫৩ রান করে দিল্লি ক্যাপিটালস নজিরও গড়ে ফেলে। আইপিএলের ইতিহাসে শেষ দুই ওভারে যে কোনও দলের করা সর্বোচ্চ স্কোর এটি।

৪৩ বলে ৮৮ করে অপরাজিত থাকেন দিল্লির অধিনায়ক। তাঁর এই বিধ্বংসী ইনিংসে রয়েছে ৮টি ছক্কা এবং ৫টি চার। ত্রিস্তান স্টাবস আবার ২টি ছক্কা এবং তিনটি চারের সৌজন্যে ৭ বলে ২৬ করে অপরাজিত থাকেন। পাওয়ার প্লে-তে সন্দীপ ওয়ারিয়র তিন উইকেট নিয়ে গুজরাট জায়ান্টসকে যে সুবিধে করে দিয়েছিলেন, সেটা শেষ পর্যন্ত কাজে এল না। ৪ উইকেটে ২২৪ রান করে দিল্লি পালটা চাপ বাড়ায় গুজরাটের উপর।

আরও পড়ুন: ১০০তম ম্যাচে বড় নজির শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় গুজরাট। নিজের ১০০তম আইপিএল ম্যাচে নিরাশ করেন শুভমন। দলের যখন ১৩ রান, তখন ৫ বলে ৬ করে সাজঘরে ফেরেন গুজরাট টাইটান্সের অধিনায়ক। তবে দ্বিতীয় উইকেটে হাল ধরেছিলেন ঋদ্ধিমান সাহা এবং সাই সুদর্শন। ঋদ্ধি ২৫ বলে ৩৯ করে সাজঘরে ফেরেন। সাই সুদর্শন অবশ্য ৭টি চার এবং ২টি ছক্কার হাত ধরে ৩৯ বলে ৬৫ রান করেন। এর পর পাঁচে নেমে ডেভিড মিলার ঝড়ো মেজাজে ব্যাট করতে থাকেন। মিলার যখন খেলছিলেন, মনে হচ্ছিল তিনি দলকে জিতিয়েই মাঠে ছাড়বেন। কিন্তু ১৭.৩ ওভারে মুকেশ কুমার সাজঘরে ফেরান মিলারকে। ৩টি ছয়, ৬টি চারের হাত ধরে মিলার ২৩ বলে ৫৫ রানের অনবদ্য ইনিংস খেলেন।

মিলার আউট হলেও, হাল ছাড়েনি গুজরাট। নয়ে নেমে সাই কিশোর ২টি ছক্কা হাঁকিয়ে ৬ বলে ১৩ করে ফেলেন। কিন্তু ১৯তম ওভারের শেষ বলে তিনিও আউট হয়ে যান। তবে শেষ ওভারে দায়িত্ব নিয়েছিলেন রশিদ খান। কিন্তু লড়াই করেও তিনি শেষ পর্যন্ত জেতাতে পারেননি। ১১ বলে ২১ করে অপরাজিত থাকেন রশিদ। দিল্লির হয়ে তিন উইকেট তুলে নিয়েছেন রশিখ সালাম। ২ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

শীর্ষ আদালতের বার অ্যাসোসিয়েশনে নারীদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ, সুপ্রিম নির্দেশ এই ৫টি লক্ষণ দেখলেই বুঝবেন, আপনার সঙ্গী বা সঙ্গিনী আপনার সঙ্গে প্রতারণা করছেন বাকি তিন ম্য়াচ জেতা ছাড়াও, MI-এর প্লে-অফে ওঠার অঙ্কের হিসেব মেলানোটা খুবই জটিল বিয়েবাড়ির জলের বোতলে ভাসছে মরা টিকটিকি, হাগু করতে করতে হাসপাতালে গেলেন কনেসহ ৭ 'দাদা তুমি কী লেভেলের কাজ করেছ!' জানুন সন্দেশখালির ভাইরাল ভিডিয়োতে ঠিক কী আছে? মোহনবাগান যেন ISL জেতে! ফাইনাল দেখতে সান ফ্রান্সিসকো থেকে কলকাতায় এলেন যুবক পঞ্চায়েতে গুলিকাণ্ডে কাঠগড়ায় MLA, ২ দিন পরেও থমথমে বাঁকড়া, টহল দিচ্ছে আধাসেনা ধোনি আমার বাবার মতো, অভিভূত হয়ে আছেন শ্রীলঙ্কার তারকা পেসার বিদ্যুতের মাশুল কি বেড়েছে? সত্যিটা জানালেন বণ্টন সংস্থার কর্তারা অন্য দলকে ভোট দেওয়ার ইঙ্গিত মহিলার, শুনে সপাটে চড় কং প্রার্থীর! দিলেন সাফাই

Latest IPL News

ধোনি আমার বাবার মতো, অভিভূত হয়ে আছেন শ্রীলঙ্কার তারকা পেসার আমি দাদার খুব বড় ভক্ত- সৌরভ কী ভাবে তাঁকে সাহায্য করেছেন, ফাঁস করলেন বেঙ্কটেশ IPL 2024-টাকার খোঁটা কানেই তোলেন না, সমালোচকদের মাঠেই জবাব স্টার্কের IPL 2024-বিশ্বকাপে ১১ জনেই খেলতে হবে,ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মে অখুশি মিচেল স্টার্ক রিঙ্কুর হয়ে ব্যাট ধরলেন পাকিস্তানি তারকা, বললেন হার্দিককে বাদ দেওয়া উচিত ছিল মাপা হচ্ছিল '২৫ কোটির' এককে! আগুনে ইয়র্কারে স্টাম্প উপড়ে হুঙ্কার স্টার্কের IPL 2024-মুম্বইয়ের বিরুদ্ধে নাইটদের জয়ের নায়ক আইয়ার… কেন ধন্যবাদ দিলেন মহারাজকে সময়-অর্থ খরচ করেন বিস্তর, KKR-এর মালিক হিসেবে তৃপ্তি পান কিসে, জানালেন শাহরুখ বেঙ্কটেশের ভুলে রান-আউট হয়ে ক্ষেপে লাল রাসেল, একটু হলে ভেঙেই ফেলতেন ব্যাট- Video 2024 IPL অভিযান শেষ দীপক চাহার, মায়াঙ্ক যাদবের? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.