পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হল চেন্নাই সুপার কিংস। ছবি: পিটিআই
2 মিনিটে পড়ুন Updated: 30 May 2023, 07:03 AM IST
লেখক Tania Roy
টাইটান্সের দেওয়া ২১৫ রানের লক্ষ্য সিএসকে তাড়া করতে নামলে বৃষ্টি শুরু হয়। পরে বৃষ্টি থামলে ডিএলএসে মেথডে ওভার কমে। কমে রানও। ১৫ ওভারে ১৭১ করতে হত চেন্নাইকে। আর সেই লক্ষ্যে দলকে শেষ পর্যন্ত পৌঁছে দিয়ে নায়ক হয়ে যান রবীন্দ্র জাদেজা। সেই সঙ্গে চেন্নাইও গড়ে ফেলে বড় নজির।