DC vs GT: ৩ উইকেট পেলেও, কোটা পূরণ করলেন না সন্দীপ, ০/৭৩ পরিসংখ্যানে বল করে লজ্জার নজির মোহিতের
Updated: 24 Apr 2024, 10:22 PM ISTDelhi Capitals vs Gujarat Titans: এদিন বাসিল থাম্পির রেকর্ড ভেঙে দিয়েছেন মোহিত। বাসিল থাম্পি এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৪ ওভার বল করে ৭০ রান দিয়েছিলেন। এদিন তাঁকে টপকে ৭৩ রান দিলেন মোহিত শর্মা। সেই সঙ্গে আইপিএলের ইতিহাসে সবচেয়ে খারাপ বোলিং পরিসংখ্যানের শীর্ষে নাম লেখালেন তিনি।
পরবর্তী ফটো গ্যালারি