জ্যোতিষশাস্ত্র মতে বুধের অস্ত যাওয়া বিভিন্ন রাশির জাতক জাতিকার পক্ষে খারাপ ঘটনা। তবে বুধের উদয় বিভিন্নভাবে সুখকর প্রভাব দিতে পারে একাধিক রাশির জাতক জাতিকাকে। ১৪ মে মেষ রাশিতে বুধ রাশির উদয় হতে চলেছে। এরফলে কোন কোন রাশিতে আর্থিক থেকে সামাজিক উন্নতি হতে চলেছে, দেখে নেওয়া যাক।
1/5বৈদিক জ্যোতিষমতে বুদ্ধ পূর্ণিমার দিন বছরের প্রথম চন্দ্রগ্রহণের বেশ খানিকটা তাৎপর্য রয়েছে। চন্দ্রগ্রহণের পর মে মাসে রয়েছে বুধের উদয়। যার হাত ধরে একাধিক রাশি লাভ পেতে চলেছে। দেখে নেওয়া যাক, এই বুধের উদয়ের ফলে কোন কোন রাশি লাভ পেতে চলেছে। (HT_PRINT)
2/5জ্যোতিষশাস্ত্র মতে বুধের অস্ত যাওয়া বিভিন্ন রাশির জাতক জাতিকার পক্ষে খারাপ ঘটনা। তবে বুধের উদয় বিভিন্নভাবে সুখকর প্রভাব দিতে পারে একাধিক রাশির জাতক জাতিকাকে। ১৪ মে মেষ রাশিতে বুধ রাশির উদয় হতে চলেছে। এরফলে কোন কোন রাশিতে আর্থিক থেকে সামাজিক উন্নতি হতে চলেছে, দেখে নেওয়া যাক। (HT_PRINT)
3/5মেষ- বুধের উদয় মেষ রাশির জাতক জাতিকার জন্য খুবই লাভদায়ী। ব্যক্তিত্বে এই সময় খুবই উজ্জ্বলতা আসবে। ব্যবসায়ীদের জন্য এই সময়কাল খুবই উন্নত হতে চলেছে। দাম্পত্য জীবনে আসবে সুখ। নতুন কোনও সম্পর্ক তৈরি হতে পারে। আয়ে আগের থেকে বৃদ্ধি হবে। আপনার পদোন্নতি হবে এই সময়। প্রতীকী ছবি (HT_PRINT)
4/5কর্কট- বুধের উদয়ের ফলে একাধিক রাশিতে পড়তে চলেছে শুভ ফল। ব্যবসায়ীদের জন্য লাভের যোগ রয়েছে। কেরিয়ারে উন্নতির সম্ভাবনা রয়েছে। এই সময়কালে ধনলাভের ভালো যোগ রয়েছে। আটকে থাকা কোনও টাকা এই সময় পেতে পারেন ফেরত। বিদেশযাত্রীর যোগ রয়েছে। : ছবিটি প্রতীকী (সৌজন্য ফেসবুক) (HT_PRINT)
5/5সিংহ- জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সময়কাল খুবই ভালো হতে চলেছে। আচমকা ভালো ধনলাভ হতে পারে এই সময়। এই সময়কালে মাঙ্গলিক যেকোনও কাজে পাবেন লাভ। মান সম্মান এই সময় বাড়বে। সব কাজে এই সময় পাবেন লাভ। (এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। ) (HT_PRINT)