খুব ছোট বয়সেই পরিচিতি আর সাফল্য এসেছে অহনা দত্তের কাছে। শুরুটা হয়েছিল নাচের রিয়েলিটি শো থেকে। আর সেখান থেকেই পান অভিনয়ের অফার। অনুরাগের ছোঁয়া-র মতো জনপ্রিয় ধারাবাহিক বদলে দেয় তাঁর ভাগ্য। খলনায়িকা মিশকা-কে ছাড়া সেই সিরিয়াল অনেকটা নুন ছাড়া খাবারের মতো। গোটা বাংলার মানুষের কাছে জনপ্রিয়তা পেয়ে দীর্ঘ সময় টিআরপি-র শীর্ষে ছিল এই সিরিয়াল। ফলে ঘরে ঘরে মানুষের কাছে পরিচিতি পান ১৯ বছরের মেয়েটিও। সঙ্গে এই ধারাবাহিক তাঁর সঙ্গে পরিচয় করান, তাঁর মনের মানুষকেও।
বিয়ে করে নিয়েছেন নাকি মিশকা? একটি বাংলা অনলাইন পোর্টালকে দেওয়া তাঁর সাক্ষাৎকারের খানিক অংশ উসকে দেয় জল্পনা। যেখানে তাঁকে কোট করে লেখা হয়েছিল, ‘আমি একজন রূপসজ্জা শিল্পীকে বিয়ে করেছি বলে অনেকে মনে করেন আমার বিনাপয়সায় মেকআপ হয়ে যায়।’
আরও পড়ুন: আর দেখা যাবে না দাদাগিরি, শেষ হল সৌরভের সঞ্চালনার সফর! কবে গ্র্যান্ড ফিনালে, জানুন তারিখ
সত্যিটা জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয় অহনার সঙ্গে। ফোনে বিয়ের কথা বলতে, বেশ অবাক হন। জানান, ‘একদমই না! সেরকম হলে তো সবাইকে জানিয়েই করতাম। সবাই দেখতে পেত।’ এরপর মিশকা আরও জানালেন, কোনও রকম ভুল বোঝাবুঝিতেই ব্যবহার হয়ে গিয়েছে ‘বিয়ে করেছি’ কথাটা।
আরও পড়ুন: ‘মারা যায়নি কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার’, জানাল মার্কিন পুলিশ, হতাশ সিধু মুসেওয়ালার ভক্তরা
অহনা ও দীপঙ্করের সম্পর্ক:
অহনার প্রেমিক দীপঙ্কর দে আপাতত কাজ করছেন অনুরাগের ছোঁয়াতেই। পেশায় তিনি রূপটান শিল্পী। সিরিয়ালে কাজের সূত্রেই আলাপ দুজনের। মেকআপ করতে করতেই প্রেমে পড়েছেন একে-অপরের। বর্তমানে একসঙ্গেই থাকেন তাঁরা দক্ষিণ কলকাতায়। সম্পর্কের বয়স ১ বছরের বেশি।
আরও পড়ুন: ‘পুলিশ খুন করেছে…’! সলমনের বাড়িতে গুলি চালানোয় অভিযুক্ত অনুজের আত্মহত্যা মানতে নারাজ পরিবার
তবে দীপঙ্করের সঙ্গে সম্পর্কের কারণে কম সমস্যা আসেনি ১৯ বছরের অহনার জীবনে। মেকআপ আর্টিস্টের সঙ্গে সম্পর্কে আসায়, মেয়ের উপর রেগেছেন মা! স্বামীর সঙ্গে ডিভোর্সের পর চাঁদনী একাই বড় করেছিলেন মেয়েকে। এমনকী, ডান্স বাংলা ডান্সেও মেয়ের সঙ্গে পারফর্ম করেছিলেন তিনি। তবে এখন আর যোগাযোগ নেই মা-মেয়ের। নেটপাড়াও কম ট্রোল করেনি, দীপঙ্করের সঙ্গে প্রেম নিয়ে।
সম্প্রতি এই নিয়ে মুখ খুললেন অহনা। এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গেল, ‘আমি একজন রূপসজ্জা শিল্পীকে বিয়ে করেছি (পড়ুন সম্পর্কে আছি) বলে অনেকে মনে করেন বিনাপয়সায় মেকআপ হয়ে যায় আমার। কোণঠাসা করার চেষ্টাও চলে। আসলে আমি যদি কোনও প্রযোজকের সঙ্গেও সম্পর্কে আসতাম, এই লোকগুলোই আমাকে বলত গোল্ড ডিগার!’
অহনার সঙ্গে সম্পর্কে আসার আগে বিয়ে করেছিলেন দীপঙ্কর। যদিও তা সুখের হয়নি। এই নিয়ে প্রকাশ্যে আপত্তি তুলেছিলেন চাঁদনী। জানিয়েছিলেন, তাঁর মেয়ে কারও সংসার ভাঙছে এট তিনি মেনে নিতে পারবেন না! যদিও অহনা জানিয়েছেন, অনেক আগে ছাড়াছাড়ি হয়েছিল দূীপঙ্কর আর তাঁর প্রাক্তন স্ত্রীর। তিনি জীবনে আসার অনেক আগেই। তাঁর দীপঙ্করের জীবনে আসার সঙ্গে সেই সম্পর্ক ভাঙর কোনও সম্পর্কই নেই!