ভারতের টি২০ বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাননি কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার রিঙ্কু সিং। চার স্পিনার, জোড়া পেস অলরাউন্ডার নিয়ে যাওয়া হলেও সাম্প্রতিককালের অন্যতম সেরা পারফর্মারকে সুযোগ দেয়নি নির্বাচকরা। রিঙ্কু হতাশ, কেকেআর টিম ম্যানেজমেন্টও হতাশ। কারণ বহুদিন পর ভারতীয় দল এক ফিনিশারকে পেয়েছিল, যার মধ্য দম ছিল ম্যাচ ফিনিশ করে মাঠ ছাড়ার। কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা করে খেলে দলকে ভালো জায়গায় কীভাবে নিয়ে যেতে হয় আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজে রোহিতের সঙ্গে জুটি বেঁধে তাই প্রমাণ করে দিয়েছিলেন উত্তর প্রদেশের আলিগড়ের ছেলে রিঙ্কু। অথচ যোগ্যতা প্রমাণ করার পরেও তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে চলা বিশ্বকাপের স্কোয়াডে নেওয়া হল না, যা দেখে ফুঁসছেন ১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারী শ্রীকান্ত। সরাসরি নির্বাচকদের একহাত নিয়েছেন তিনি। এই স্কোয়াড তাঁরা নিজেদের পছন্দের ক্রিকেটারদের নিয়ে তৈরি করেছে বলে ভয়ঙ্কর অভিযোগ তুললেন এককালের এই দাপুটে ক্রিকেটার।
আরও পড়ুন-ICC T20 World Cup- বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেয়ে…কাকে কৃতিত্ব দিলেন সঞ্জু?
শুধু কৃষ্ণমাচারী শ্রীকান্ত একাই নন, রিঙ্কুর দল থেকে বাদ পড়ার দিন তাঁর হয়ে সওয়াল করেছিলেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানও। দঃ আফ্রিকা সিরিজেও রিঙ্কু খুব খারাপ খেলেননি। ২টি ম্যাচে সুযোগ পেয়ে একটিতে ৬৮ রান করেছিলেন। অর্থাৎ দেশের মাটিতে এবং বিদেশের মাটিতে পরীক্ষিত একজন ব্যাটারকে, যিনি দলের অত্যন্ত গুরুত্বপূ্র্ণ পজিশনে খেলেন। বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে সেই জায়গায় অন্য ক্রিকেটার নিয়ে আসায় দলের কতটা লাভ হবে সেই নিয়েই প্রশ্ন তুলছেন প্রাক্তন ক্রিকেটাররা।
আরও পড়ুন-IPL 2024-কোচ, অধিনায়ক নয়, কার ভোকাল টনিকে কামব্যাক নাইটদের?
১৫ টি২০ ম্যাচে রিঙ্কু সিংয়ের রান ৩৫৬। এমন পরিসংখ্য়ানের পরেও তাঁর পরিবর্তে যাদের নেওয়া হয়েছে, তাঁদের পরিসংখ্যান তুলনায় অনেকটাই ঢিলে ঢালা। এই পরিস্থিতিতে শ্রীকান্ত বলেছেন,' রিঙ্কু সিংয়ের বাদ পড়ায় আমি একদমই খুশি নই। গোটা ক্রিকেটবিশ্বে ওকে নিয়ে কথা হচ্ছে। যখনই সুযোগ পেয়েছে প্রত্যেকবারই নিজেকে প্রমাণ করেছে। এমন একজন ক্রিকেটারকে কীভাবে দল থেকে বাদ দেয় নির্বাচকরা? অন্য কাউকে বাদ দেওয়া যেতে পারত। আমার মতে প্রয়োজনে যশস্বী জয়সওয়ালকে বাদ দিলেও রিঙ্কু সিংকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা উচিত ছিল'।
আরও পড়ুন-T20 World Cup- ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মই কাল হল রিঙ্কুর? বিশ্বকাপ থেকে বাদ পড়ায় উঠছে প্রশ্ন
৮৩-র বিশ্বকাপজয়ী তারকা আরও বলেছেন, ‘ জঘন্য দল নির্বাচন হয়েছে। একটা দলে চারজন স্পিনার কেন লাগবে? তাঁদের সকলকেই নিয়ে যেতে হবে? নিজেদের পছন্দের ক্রিকেটারদের সুযোগ দেওয়ার জন্য রিঙ্কুকে বলির পাঁঠা করা হল। দঃ আফ্রিকায় ভালো খেলেছিল। যেই ম্যাচে ভারত ২২ রানের মধ্যে ৪ উইকেট হারিয়েছিল আফগানিস্তানের বিপক্ষে, সেই ম্যাচেও গুরুত্বপূ্র্ণ ইনিংস খেলেছিল রোহিতের সঙ্গে, ওর বাদ যাওয়াটা অনুচিত’।