জ্যোতিষশাস্ত্রে যে কোনও রাজযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দু'দিন পরেই তৈরি হবে সেই রাজযোগ। যা একাধিক রাশির জাতকদের ভাগ্যোদয় করতে চলেছে। ওই রাজযোগের ফলে কোন কোন রাশির জাতকদের অর্থলাভ হবে এবং ভাগ্যোদয় হবে, তা দেখে নিন -
1/5জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ২৫ মে গুরু পুষ্প রাজযোগ তৈরি হচ্ছে। যা ভোর ৫ টা ২৬ মিনিট থেকে শুরু হবে। চলবে বিকেল ৫ টে ৫৪ মিনিট পর্যন্ত। অর্থাৎ ১২ ঘণ্টার মতো গুরু পুষ্প রাজযোগ থাকবে। যা একাধিক রাশির ভাগ্য পরিবর্তন করতে চলেছে।
2/5বৃষ রাশি- গুরু পুষ্প রাজযোগের ফলে বৃষ রাশির জাতকরা লাভবান হবেন। কেরিয়ারে অপার সাফল্য লাভ করবেন। বিশেষত যাঁরা ব্যবসা করেন, তাঁদের মুনাফা বৃদ্ধি পাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ করবেন। চাকরিতে বড় সাফল্যের যোগ তৈরি হচ্ছে। সাংসারিক জীবন সুখকর হবে।
3/5মিথুন রাশি- গুরু পুষ্প রাজযোগের প্রভাবে মিথুন রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ভাগ্যের পুরো সহায়তা মিলবে। কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন। সাফল্য লাভ করবেন চাকরিতে। ধনপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে।
4/5কন্যা রাশি- গুরু পুষ্প রাজযোগের ফলে কন্যা রাশির জাতকরা লাভবান হবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আর্থিক দিক থেকে লাভবান হতে চলেছেন কন্যা রাশির জাতকরা। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ পূরণ হবে। চাকরিতে ভালো খবর পাবেন।
5/5মকর রাশি- গুরু পুষ্প রাজযোগের ফলে মকর রাশির জাতকদের কোনও সুখবর আসবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আর্থিক দিক থেকে লাভবান হবেন মকর রাশির জাতকরা। সঞ্চিত অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে। ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে। দাম্পত্য এবং পারিবারিক জীবন সুখকর হবে।