Shani and Guru Yog 2023 Astrology: শনি এবং বৃহস্পতিকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত প্রভাবশালী গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। আগামী এপ্রিল থেকে ওই গ্রহের যে সংযোগ তৈরি হতে চলেছে, তার ফলে একাধিক রাশির জাতকরা লাভবান হবেন। আকস্মিক অর্থলাভ হবে। কোন কোন রাশির জাতকদের ভাগ্য দারুণ থাকবে, তা দেখে নিন -
1/5তিন দশক পর শনি এবং বৃহস্পতির সংযোগ তৈরি হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ৩০ বছর পর স্বরাশি কুম্ভে প্রবেশ করবেন কর্মফলদাতা শনিদেব। আবার ১২ বছর পর স্বরাশি মীনে প্রবেশ করতে চলেছেন বৃহস্পতি। তার ফলে যে বিশেষ সংযোগ তৈরি হবে, তাতে ধনলাভ হবে একাধিক রাশির জাতকদের।
2/5বৃষ রাশি- শনি এবং বৃহস্পতির সংযোগের ফলে বৃষ রাশির জাতকরা লাভবান হবেন। বৃষ রাশির যে স্থানে ওই সংযোগ তৈরি হচ্ছে, তা আয়ের স্থান হিসেবে বিবেচিত হয়। তাই শনি এবং বৃহস্পতির সংযোগের ফলে আয়ের পথ প্রশস্ত হবে বৃষ রাশির জাতকদের। আয় বৃদ্ধি পাবে। যাঁরা চাকরির সন্ধানে আছেন, তাঁরা চাকরি পাবেন। যাঁরা ইতিমধ্যে চাকরি করছেন, তাঁদের বেতন বৃদ্ধি হবে। পদোন্নতি হতে পারে।
3/5মিথুন রাশি- জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত দুই গুরুত্বপূর্ণ গ্রহের সংযোগের ফলে ভাগ্যোদয় হবে। অনুকূল সময় কাটবে। মিথুন রাশির যে স্থানে শনি এবং বৃহস্পতি অবস্থান করছেন, তা ভাগ্যের স্থান হিসেবে বিবেচিত হয়। এই সময় মিথুন রাশির জাতকরা ভাগ্যের পুরো সহায়তা লাভ করবেন। ব্যবসায়ীদের অর্থলাভের পথ প্রশস্ত হবে।
4/5বৃশ্চিক রাশি- শনি এবং বৃহস্পতির যে যোগের কারণে বৃশ্চিক রাশির জাতকদের ভালো সময় শুরু হবে। বৃশ্চিক রাশির যে স্থানে সেই যোগ- তৈরি হবে, তাতে জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। কোনও শুভ খবর মিলতে পারে। যে বৃশ্চিক রাশির জাতকরা ব্যবসা করেন, তাঁদের মুনাফা বৃদ্ধি পাবে। প্রেমের সম্পর্ক মজবুত হবে।
5/5কুম্ভ রাশি- আপাতত কুম্ভ রাশিতেই অবস্থান করছেন শনিদেব। তিন দশক পরে শনি এবং বৃহস্পতির সংযোগের ফলে সেই রাশির জাতকরাও লাভবান হবেন। অর্থলাভ হবে কুম্ভ রাশির জাতকদের। যে কুম্ভ রাশির জাতকরা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত, তাঁদের অনুকূল সময় কাটবে। আত্মবিশ্বাস বাড়বে। বিবাহিতদের সম্পর্কে মাধুর্য আসবে।