বাংলা নিউজ > ভাগ্যলিপি > সাপ্তাহিক ট্যারো রাশিফল: মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল
মেষ (২১ মার্চ - ২০ এপ্রিল)- ব্যবসায় নতুন পরিকল্পনা কার্যকরী হবে। প্রেম প্রসঙ্গে সাফল্য লাভ করতে পারেন। আনন্দ, খেলাধুলোয় সপ্তাহ কাটবে। কাজ করার জন্য সময় ভালো।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে)- কাজ ও ব্যবহার ভালো থাকায় উন্নতির সুযোগ পাবেন। প্রতিযোগিতামূলক সাফল্য লাভ করতে পারেন। সম্পত্তি, গৃহ, পারিবারিক মামলায় নতুন সূচনা করতে পারেন। আটকে থাকা কাজ পূর্ণ হওয়ায় সময় ব্যয় হতে পারে।
মিথুন (২২ মে - ২১ জুন)- সময় খুব একটা অনুকূল নয়। সহকর্মী ও বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। স্বাস্থ্য ভালো থাকবে না। স্থান পরিবর্তন হতে পারে।
কর্কট (২২ জুন – ২২ জুলাই)- ব্যয় বৃদ্ধি পাওয়ায় চিন্তিত থাকবেন। আক্রমণাত্মক ব্যবহার ফুটে উঠবে। দাম্পত্য জীবনে ওঠানামা থাকবে। পড়ুয়াদের অধিক পরিশ্রম করতে হবে। বৃহস্পতিবার সম্পর্ক, সুযোগ ও বিরোধিতা এক সঙ্গে জীবনে আসবে।
আজকের রাশিফল
ভাগ্যলিপি খবর