বামা কালী
দেবী আদ্যাশক্তির বহু রূপ বহু মায়া আবার তিনি মায়াতীত শূন্যাকার,তাই তার কোন রূপ কী তার মায়া অবোধের বোঝা জানার অতীত,তবু বলবো যাদের বাড়িতে বাস্তুদোষ রয়েছে অথবা অনেক চেষ্টা করেও বিয়ে হচ্ছে না কিংবা কাজকর্মে বাধা আসছে। তারা বামা মায়ের পুজো করুন প্রতিদিন সকালে ব্রহ্ম মুহূর্তে। চেষ্টা করবেন লাল কাপড়ের উপর বসে এই পুজো করতে।
সৃষ্টি আদিতে সব ছিলো অন্ধকারের মধ্যে নিহিত ,দেবী স্বয়ং নিজ শক্তি (বামা শক্তি অর্থাৎ নারী শক্তি) তে সৃষ্টি করলেন পুরুষকে, সে পুরুষের শুরু ব্রহ্মা, যৌবন বিষ্ণু আর অন্ত শিব, এই ত্রি পুরুষ শক্তি থেকে আত্মা ,মন ও দেহ আর দেহ হলো নাড়ি, রক্ত, মল, মুত্র, মাংস ইত্যাদির সংমিশ্রণ, এই ভাবেই চতুর্দশ ভুবন, বৈকুণ্ঠ, কৈলাশ, ব্রহ্ম লোক সৃষ্টি হল। এই বিন্দু রূপ নারী পুরুষ অতীত শক্তির প্রথম অবস্থা হল নারী তারপর পুরুষ, এরপর কল্প এল, বেদ এল, যুগ এল, এই সৃষ্টির আদি রূপ নারী বামা আর তিনিই ওই আদি কালের শক্তি সাক্ষাৎ তাই তিনি কালী, তাঁর এক রূপ দেবী বামা কালী।
এই রূপ গৃহীসন্ন্যাসী সাধকরাও উপাস্য করে থাকেন, কারণ অতীত বর্তমান ভবিষ্যৎ শূন্য কেবল আত্মজ্ঞানে জ্ঞানী ব্যক্তি অন্তরে উপলব্ধি করেন মাতৃ শক্তিকে, এই রূপ কেবল ত্যাগ স্বরূপ কিছু নেওয়া নয় সবটাই দেওয়া যেমনটা ভূমিষ্ট সন্তানের প্রতি জননী থাকেন আত্ম ভোলা হয়ে তখন জননী কেবল সব কাজ করলেও মন পড়ে থেকে সন্তানের কাছে ঠিক সন্ন্যাসী ও তাই নিজের সবটুকু ত্যাগ করে কেবল সংসারী মানুষের জন্য প্রার্থনা করে চলেন মায়ের কাছে, সে জানে কিছুই নিজের নয় কিছু চিরস্থায়ী নয় তবুও পথ দেখান সংসারে খেলা করতে থাকা অবোধ মানুষগুলোকে।
বিশেষজ্ঞ: মনোজিৎ দে সরকার
যোগাযোগ: 8777679776