আজ ঝাড়খণ্ডের উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। ঝাড়খণ্ড অ্যাকাডেমি কাউন্সিলের তরফে জানানো হয়েছে যে মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১১ টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সায়েন্স (বিজ্ঞান বিভাগ), কমার্স (বাণিজ্য বিভাগ) এবং আর্টস (কলা বিভাগ) বিভাগের রেজাল্ট ঘোষণা করা হবে বলে ঝাড়খণ্ড অ্যাকাডেমি কাউন্সিলের তরফে জানানো হয়েছে। পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট jacresults.com, jac.jharkhand.gov.in এবং jharresults.nic.in থেকে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। গতবার অবশ্য আগেই বিজ্ঞান বিভাগের ফলাফল ঘোষণা করে দেওয়া হয়েছিল। এক সপ্তাহ পরে কলা এবং বাণিজ্য বিভাগের ফলাফল ঘোষণা করেছিল ঝাড়খণ্ড অ্যাকাডেমি কাউন্সিল।
ঝাড়খণ্ডের দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা
২০২৪ সালে ঝাড়খণ্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ৬ ফেব্রুয়ারি থেকে। রাজ্যের বিভিন্ন কেন্দ্রে চলেছিল পরীক্ষা। শেষ হয়েছিল ২৬ ফেব্রুয়ারি। দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা হয়েছিল। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৩.৪৫ লাখ।
২০২৩ সালের ঝাড়খণ্ডের দ্বাদশ বোর্ড পরীক্ষার ফলাফল
গত বছরে ঝাড়খণ্ডের দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছিল ৩০ মে। সেদিন শুধুমাত্র কলা এবং বাণিজ্য বিভাগের ফলাফল ঘোষণা করা হয়েছিল। কারণ ২৩ মে বিজ্ঞান বিভাগের ফলাফল ঘোষণা করেছিল ঝাড়খণ্ড অ্যাকাডেমি কাউন্সিল।
কলা বিভাগে পাশের হার ছিল সর্বাধিক। ৯৫.৯৭ শতাংশ পড়ুয়া উত্তীর্ণ হয়েছিলেন। বাণিজ্য বিভাগে পাশের হার ছিল ৮৮.৬ শতাংশ। আর বিজ্ঞান বিভাগে পাশের হার সর্বনিম্ন ছিল। বিজ্ঞান বিভাগের মাত্র ৮১.৪৫ শতাংশ পড়ুয়া উত্তীর্ণ হয়েছিলেন। ২০২৪ সালে পাশের হার কত হয়, সেদিকে নজর আছে শিক্ষা মহলের। বিশেষত এবার ঝাড়খণ্ডের মাধ্যমিক পরীক্ষায় একধাক্কায় পাশের হার কমে গিয়েছে।
২০২৪ সালে ঝাড়খণ্ডের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট
গত ১৯ এপ্রিল ঝাড়খণ্ডের মাধ্যমিক পরীক্ষার (দশম শ্রেণির বোর্ড পরীক্ষা তথা ম্যাট্রিক পরীক্ষা) ফলাফল ঘোষণা করা হয়। তাতে পাশের ছিল ৯০.৩১ শতাংশ। যেখানে গতবারে পাশের হার ৯৫.৩৮ শতাংশ ছিল। অর্থাৎ এক বছরে পাশের হার পাঁচ শতাংশের বেশি কমে গিয়েছে। আর সেদিনই ঝাড়খণ্ড অ্যাকাডেমি কাউন্সিলের তরফে জানানো হয় যে ১০ দিনের মধ্যে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ঘোষণা করে দেওয়া হবে। একেবারে সেই সময়সীমা মেনে না হলেও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলপ্রকাশ করতে বেশি দেরি করা হল না।