কাজ এবং কুয়াশা - জোড়া কারণে আগামী দু'সপ্তাহে পশ্চিমবঙ্গে কমপক্ষে ২৮টি ট্রেন বাতিল করা হল। পূর্ব রেল সূত্রে খবর, চাতরা ও মুরারাই স্টেশনের মধ্যে তৃতীয় লাইনের কাজের জন্য আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। যা এখন বাড়িয়ে নয়া বছরের ৩ জানুয়ারি পর্যন্ত করা হচ্ছে। অর্থাৎ ৩ জানুয়ারি পর্যন্ত একাধিক ট্রেন বাতিল থাকছে। আবার কুয়াশা এবং নিউ জলপাইগুড়ি-মালদা টাউন শাখায় কাজের জন্য ছ'টি ট্রেন বাতিল করে দিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে।
চাতরা ও মুরারাই স্টেশনে কাজের জন্য বাতিল ট্রেনের তালিকা
১) ১৩০১১ হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস: ইতিমধ্যে ২১ ডিসেম্বর পর্যন্ত বাতিল আছে। রেলের তরফে জানানো হয়েছে, আগামী ২ জানুয়ারি পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস।
২) ১৩০১২ মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস: ২৩ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ট্রেন বাতিল থাকবে (ইতিমধ্যে ২২ ডিসেম্বর পর্যন্ত বাতিল করা আছে)।
৩) ১৩০২৩ হাওড়া-জয়নগর এক্সপ্রেস: ২২ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
৪) ১৩০৩২ জয়নগর-হাওড়া এক্সপ্রেস: ২৩ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ট্রেন চলবে না (২২ ডিসেম্বর পর্যন্ত ছিল)।
৫) ১৩০২৭ হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস: ২২ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত চলবে না।
৬) ১৩০২৮ আজিমগঞ্জ-হাওড়া কবিগুরু এক্সপ্রেস: ২৩ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত বাতিল থাকবে (প্রাথমিকভাবে ২২ ডিসেম্বর পর্যন্ত ছিল)।
৭) ১৩০২৩ হাওড়া-গয়া এক্সপ্রেস: ২২ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত ট্রেন বাতিল থাকবে।
৮) ১৩০২৪ গয়া-হাওড়া এক্সপ্রেস: ২৩ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ট্রেন চলবে না (আগে ২২ ডিসেম্বর পর্যন্ত ছিল)।
আটটি এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি জানুয়ারির শুরুর দিক পর্যন্ত ১৪টি প্যাসেঞ্জার বা মেমু ট্রেনও বাতিল করে দেওয়া হয়েছে। যে তালিকায় আজিমগঞ্জ, রামপুরহাট, কাটোয়া দিয়ে চলা ট্রেন আছে। তাছাড়া কমপক্ষে ৩৮টি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। কয়েকটি ট্রেনের সময়ও পালটে দিয়েছে রেল। সেইসব ট্রেনের তালিকা দেখে নিন এখানে -
কুয়াশা ও কাজের জন্য বাতিল ট্রেনের তালিকা
নিউ জলপাইগুড়ি-মালদা টাউন শাখায় ট্র্যাফিক ব্লক ও কুয়াশার কারণে দু'সপ্তাহের জন্য কয়েকটি ট্রেন বাতিল করে দিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। কোন কোন বাতিল করা হয়েছে, দেখে নিন সেই তালিকা -
১) ১৫৭১০ নিউ জলপাইগুড়ি-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস: ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাতিল থাকবে।
২) ১৫৭০৯ মালদা টাউন-নিউ জলপাইগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস: ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে না।
৩) ০৭৫৫১ তেলতা-রাধিকাপুর ডেমু স্পেশাল: ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাতিল থাকবে।
৪) ০৭৫৫২ রাধিকাপুর-তেলতা ডেমু স্পেশাল: ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে না।
৫) ০৭৫২০ শিলিগুড়ি জংশন-মালদা ডেমু স্পেশাল: ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাতিল থাকবে।
৬) ০৭৫১৯ মালদা-শিলিগুড়ি জংশন ডেমু স্পেশাল: ১৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত চলবে না।