বাংলা নিউজ > ঘরে বাইরে > Howrah train's AC2 coach ‘hijacked’: কনফার্ম টিকিট থাকাই যেন অপরাধ! ‘হাইজ্যাক’ হাওড়ার ট্রেনের AC2 কোচ, ভাইরাল ভিডিয়ো

Howrah train's AC2 coach ‘hijacked’: কনফার্ম টিকিট থাকাই যেন অপরাধ! ‘হাইজ্যাক’ হাওড়ার ট্রেনের AC2 কোচ, ভাইরাল ভিডিয়ো

সেই ভাইরাল ভিডিয়োর দৃশ্য। (ছবি সৌজন্যে, এক্স @verma_akash)

কনফার্ম টিকিট থাকাই যেন অপরাধ! সম্প্রতি এক্সপ্রেস ট্রেনের যাত্রার পর এমনই অভিযোগ তুলেছেন যাত্রীদের একাংশ। আর সেই অভিযোগ যে নেহাতই বিচ্ছিন্ন ঘটনার ফল, সেই প্রমাণ একাধিকবার মিলেছে। তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেরকমই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গেল।

কনফার্মড টিকিট সত্ত্বেও শান্তিতে ট্রেনে যেতে পারছেন না, মাঝপথে টিকিটহীন যাত্রীরা জুলুমবাজি করছে, আসন দখল করে নিচ্ছে, দুটি সিটের মাঝে শুয়ে পড়ছে, বুক ফুলিয়ে গা জোয়ারি করছে - দূরপাল্লার ট্রেনের যাঁরা যাতায়াত করেন, তাঁদের কাছে সেই দৃশ্যগুলি একেবারেই নতুন নয়। বরং এক্সপ্রেস ট্রেনে উঠলে আদতে কনফার্মড টিকিট থাকা যাত্রীদের প্রহসনের মুখে পড়তে হয়। যাত্রীরা হামেশাই অভিযোগ তোলেন যে স্লিপার ক্লাসে তাণ্ডব চলছে। এসি থ্রি'টিয়ারেও হামেশাই জুলুমবাজির অভিযোগ ওঠে। আর যতদিন যাচ্ছে, তত বাতানুকূল টু'টিয়ার কামরাতেও একই হাল হচ্ছে বলে অভিযোগ তুলেছেন যাত্রীরা। তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেরকমই একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়ে গেল। যে ভাইরাল ভিডিয়োয় দাবি করা হয়েছে, হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেসের এসি টু'টিয়ার কামরা ‘হাইজ্যাক’ করে নিয়েছে টিকিটহীন যাত্রীরা। পুরো গিজগিজ করছে ভিড়। সেই ভিড়ের মধ্যে একজন রেল পুলিশকে দেখা গিয়েছে। ভিডিয়োয় যেটুকু দেখা গিয়েছে, তাতে তাঁকে সেই টিকিটহীন যাত্রীদের হটাতে দেখা যায়নি।

ওই ভিডিয়োটি (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) কবে তোলা হয়েছে, তা অবশ্য স্পষ্ট নয়। নিজের 'এক্স' অ্যাকাউন্টে ওই ভিডিয়ো শেয়ার করে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (আইএফএস) অফিসার আকাশ কে বর্মা শুধু লিখেছেন, ‘১২৩৬৯ (হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস) ট্রেনে যাওয়া এক বন্ধু এই ভিডিয়োটা দিয়েছে। টিকিটহীন জবরদখলকারীরা এসি২ কোচকে হাইজ্যাক করে নিয়েছে। যাত্রীদের হেনস্থা করছে। তাঁদের বার্থ নিয়ে নিচ্ছে। চেন টানছে। অধিকাংশ যাত্রীই বয়স্ক। অবিলম্বে এই পরিস্থিতি থেকে মুক্তি দেওয়া উচিত।’

কোথায় সেই ঘটনা ঘটেছে, তা জানাননি আইএফএস অফিসার। তবে ওই টুইটে ভারতীয় রেল মন্ত্রক এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দানাপুরের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকেও ট্যাগ করায় বোঝা গিয়েছে যে বিহার বা উত্তরপ্রদেশের কাছে কোথাও সেই ঘটনা ঘটেছে। আর তাঁর টুইটের পরে রেলের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, তা স্পষ্ট নয়। কিন্তু ওই ঘটনাটা যে স্রেফ একটি বিচ্ছিন্ন ঘটনা, তা মোটেও নয়। বরং দূরপাল্লার ট্রেনে কার্যত সেটাই রুটিন হয়ে উঠেছে বলে অভিযোগ যাত্রীদের। আর শুধু কোনও নির্দিষ্ট রুটে সেই সমস্যা সীমাবদ্ধ নেই। বিভিন্ন রুটেই সেই একই দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদের। যাঁরা নিয়ম মেনে টিকিট কেটে যাতায়াত করেন।

আরও পড়ুন: Trains Cancelled before winter holiday: শীতের ছুটির মুখে বাংলায় ২১ ট্রেন বাতিল, ঘুরপথে যাবে ৪৪টি, লিস্টে অনেক এক্সপ্রেসও

সম্প্রতি ১২৮৬৩ হাওড়া-স্যার এম বিশ্বেশরায়া টার্মিনাল বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেসে একইরকম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন দক্ষিণ ২৪ পরগনার একটি স্কুলের শিক্ষক। তাঁর দাবি, চার মাস আগে টিকিট কেটে রিজার্ভেশন করিয়েছিলেন। অথচ নিজের সিট পেতে গিয়েই রীতিমতো ঝামেলা করতে হয়। শৌচাগারে যাওয়ার জো ছিল না। ওই জায়গাটা পুরো দখল করে নিয়েছিল টিকিটহীন যাত্রীরা। একই অভিজ্ঞতা হয়েছে হাওড়া-পুরী এক্সপ্রেসের এক যাত্রীর।

আরও পড়ুন: Trains Cancelled in Howrah: বাতিল পুরীর ট্রেন, হাওড়া থেকে চলবে না লোকালও, কোনগুলি আরও বেশিদিন চালানো হবে?

ঘরে বাইরে খবর

Latest News

কংগ্রেস নেতার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারে আলোড়ন, দু’‌দিন ধরে নিখোঁজ ছিলেন ছুটির দিন সকালে কেষ্টপুর খালে চলছিল আবর্জনা পরিষ্কারের কাজ, তখনই ঘটল ভয়ঙ্কর ঘটনা হার্দিক-জাদেজা নয়, রোহিতের পর ভারত অধিনায়ক হিসেবে শ্রেয়সকে চেয়েছিল বোর্ড ‘ইশক মুঝে ভি…’! ৮ মাসের মেয়ের মৃত্যু, কবে আসবে কাবো-পূজার দ্বিতীয় সন্তান? ১১ দেশের প্রথম বোলার যাঁরা IPL-এর এক ম্যাচে ৪ উইকেট নিয়েছেন হতে পারে BCCI-ECB বোঝাপড়া, সল্টের প্লে-অফ খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না মেয়র নির্বাচনে লেবার পার্টির জয়জয়কার! ধাক্কা ব্রিটেনের PM ঋষি সুনাকের শিবিরে দীপ্সিতা বিয়ে করেছে? আমি করেছি, তাই আমাকে ভোট দিন, বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রামলালা যতটা গুরুত্ব পান, মা সরস্বতীও যেন পান, আদর্শ 'দেশ' হয়ে উঠুক আমার ভারত বিয়ের আগে চুপি চুপি ডিনার ডেট, এক প্লেট থেকেই খাবার খেলেন আদৃত-কৌশাম্বি!

Latest IPL News

হার্দিক-জাদেজা নয়, রোহিতের পর ভারত অধিনায়ক হিসেবে শ্রেয়সকে চেয়েছিল বোর্ড হতে পারে BCCI-ECB বোঝাপড়া, সল্টের প্লে-অফ খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ICC Champions Trophy 2025: PCB বড় পদক্ষেপ, এবার IPL এর সঙ্গে সরাসরি সংঘাতে PSL IPL 2024- আইপিএল থেকেই ছিটকে গেলেন এলএসজির তারকা পেসার, জানালেন কোচ ল্যাঙ্গার IPl-এর ইতিহাসে সবচেয়ে ওভাররেটেড প্লেয়ার ম্যাক্সওয়েল- পার্থিবের মন্তব্যে বিতর্ক তাহলে কি সব দোষ ধারাভাষ্যকারদের- কোহলি ও স্টার স্পোর্টসকে একহাত নিলেন গাভাসকর অস্ট্রেলিয়ান হওয়ার পরেও ও অনেক বেশি ভারতীয়- ওয়ার্নারকে নিয়ে ফ্রেজারের দাবি সমালোচনাকে গুরুত্ব না দিলে,তার জবাব দাও কেন? ‘অন এয়ার’ কোহলিকে কটাক্ষ গাভাসকরের ওয়াংখেড়েতে কাউকে গালি দেননি, নিজের সন্তানকে রক্ষা করতেই রেগে গিয়েছিলেন শাহরুখ নারিনের বোলিং নিয়ে কিছু না বলেই কি অনেক কিছু বলে দিলেন অশ্বিন, শুরু জল্পনা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.