বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Damodar River: দামোদরে স্নান করতে নেমে সব শেষ, তলিয়ে গেল ৩ ছাত্র

Damodar River: দামোদরে স্নান করতে নেমে সব শেষ, তলিয়ে গেল ৩ ছাত্র

জলে ডুবে মৃত্যু শিশুর। প্রতীকী ছবি।

দামোদর নদীতে স্নান করতে নেমেছিলেন তিনজন। কিন্তু আর পাড়ে ওঠা হল না।

কোপাইয়ের পরে এবার দামোদর নদী। দামোদরে স্নান করতে নেমে পৃথক দুর্ঘটনায় তলিয়ে গেল তিনজন। তিনজনই ছাত্র। তাদের নাম আতিকুল খান, পীযুষ প্রসাদ ও রাহুল পণ্ডিত। সকলেরই বাড়ি ১২ থেকে ২০ বছর বয়সের মধ্যে। তরতাজা পড়ুয়ারা হারিয়ে গেল নদীতে। তাদের আর কোনও খোঁজ মিলছে না।

তাদের খোঁজে তল্লাশি চলছে পুরোদমে। তিনজনের মধ্যে দুজন আসানসোলের ডিএভি স্কুলের পড়ুয়া ও অপরজন হীরাপুর থানার আলমপুর এলাকার বাসিন্দা।

এদিকে কিছুদিন আগেই বীরভূমের কোপাই নদীতে জলে ডুবে মৃত্য়ু হয়েছিল দুই যমজ ভাইয়ের। স্কুলে না গিয়ে তারা স্নান করতে নেমেছিল। তাদের নিথর দেহ উদ্ধার করা হয়েছিল। এবার সেই একই ঘটনা দামোদরে।

স্থানীয় সূত্রে খবর, হীরাপুর থানার নেহেরু পার্কের পেছনে দামোদর নদীর ঘাটে স্নান করতে নেমেছিল ৬জন। সকলেই পরস্পরের পরিচিত। সেই বন্ধুরা গরমের মধ্যে স্নান করছিল। আচমকা একে একে তিনজন তলিয়ে যেতে শুরু করে। এরপর তাদের আর খোঁজ মেলেনি।

একটি ঘটনায় আতিকুল বলে সপ্তম শ্রেণির ওই ছাত্র স্নান করতে নেমেছিল। কিন্তু সে আর উঠতে পারেনি। তার দুই ভাইও স্নান করতে নেমেছিল। কিন্তু তারা দাদাকে বাঁচানোর চেষ্টা করেছিল। কিন্তু দুজন উঠে আসতে পারলেও আতিকুল আর উঠে আসতে পারেনি। তার খোঁজে তল্লাশি চলছে। পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কীভাবে এই ঘটনা হয়ে গেল তা বুঝতে পারছেন না আতিকুলের ভাইরা।

এদিকে ভূতনাথ মন্দিরের কাছে দামোদরের ঘাট থেকে উদ্ধার হয়েছে স্কুল ব্যাগ। তিনজন ওই ব্যাগ ঘাটে রেখেই স্নান করতে নেমেছিল। তিনজনে মিলে বেশ মজায় স্নান করছিল। কিন্তু নদীতেই লুকিয়ে ছিল মৃত্যু ফাঁদ। দামোদর নদীতে স্বাভাবিকভাবে গরমকালে জল কিছুটা কম থাকে। তবে নদী কতটা গভীর তা তারা আঁচ করতে পারেনি। ক্রমেই তলিয়ে যেতে থাকে তারা। কিছু বুঝে ওঠার আগে সব শেষ। একজন উঠে আসতে পারলেও বাকি একজন উঠে আসতে পারেনি। আসলে তারা নদী পেরনর চেষ্টা করছিল। তাতেই বিপত্তি।

 

বাংলার মুখ খবর

Latest News

‘জাতীয় সড়ক চালু না করলে অমিত শাহজিকে চিঠি লিখে কেন্দ্রীয় বাহিনী নামাতে বলব’ শহরাঞ্চলে দলীয় সমীক্ষায় রাশ টানলেন মমতা, আগে আরজি কর ক্ষত মেরামতি সিরাজের জোরাজুরি সত্ত্বেও রিভিউ নেননি রোহিত, কালপ্রিট পন্ত! ভুল হয়েছে মেনে নিলেন ১ লাখ কোটির AGR পুনর্গণনার আবেদন খারিজ সুপ্রিম কোর্টে, বিপাকে Vi-এয়ারটেল পুজোয় ট্রাই করুন ইলিশের বিরিয়ানি, একবার খেলে মুখে লেগে থাকবে গুরুতর রোগে আক্রান্ত, নিজের রোগ নিয়ে নিজেই মুখ খুললেন আলিয়া, কী হয়েছে তাঁর? অন্তর্বাস খুলে লাথি, যৌনাঙ্গ দেখায় পুলিশ! অভিযোগ ওড়িশার সেনা অফিসারের বান্ধবীর বিস্কুট-ক্রিম রোলে বিপদ! ৩ সংস্থা-বেকারিকে উৎপাদন বন্ধের নির্দেশ প্রশাসনের ওড়িশার থেকেও কমে গেল বাংলার মাথাপিছু আয়! ৬০-র দশকে দেশের গড়ের চেয়েও বেশি ছিল দক্ষিণেশ্বর ও আদ্যাপীঠের মন্দির কতক্ষণ খোলা থাকে?ভোগ খাওয়ার ইচ্ছা? রইল কিছু তথ্য

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.