সোমবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস। ম্যাচে সহজ জয় পেয়েছে কেকেআর। ২১ বল বাকি থাকতে সাত উইকেট হাতে নিয়ে সহজ জয় পায় শ্রেয়স আইয়ারের দল। ম্যাচ জিতে মোটামুটিভাবে প্লে-অফের দিকে একটা পা বাড়িয়েই দিয়েছে শ্রেয়স আইয়াররা। তবে ম্যাচ জয়ের পরে একটা খারাপ খবর এসেছে কেকেআরের জন্য। তাদের অন্যতম তারকা পেসার হর্ষিত রানার উপর শাস্তির খাঁড়া নেমে এসেছে। আইপিএলের কোড অফ কন্ডাক্ট ভেঙে তিনি নিষেধাজ্ঞার কবলে পড়েছেন। এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাঁকে। পাশাপাশি তাঁর ম্যাচ ফি'র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার কেকেআর বনাম দিল্লি ম্যাচে। এই ম্যাচেই দিল্লির কিপার-ব্যাটার অভিষেক পোড়েলকে আউট করার পরে তাঁকে যে 'সেন্ড অফ' দেন হর্ষিত রানা তাতেই শুরু সমস্যার। তিনি অভিষেক পোড়েলকে আউট করার পরে তাঁকে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার মতো আঙুল দেখাতে থাকেন। মুখে হাত দিয়ে উড়ন্ত চুম্বন ছুড়ে দেওয়ারও চেষ্টা করেন। তবে শেষপর্যন্ত সেই কাজ থেকে বিরত থাকেন। যা আইপিএলের কোড অফ কন্ডাক্টকে লঙ্ঘন করেছে। আর তাতেই কড়া শাস্তির মুখে পড়ে গিয়েছেন তিনি।
আইপিএলের তরফে এই বিষয়ে একটি বিবৃতিতে জানানো হয়েছে, 'আইপিএলের কোড অফ কন্ডাক্টের আর্টিকেল ২.৫'র ধারা লঙ্ঘন করেছেন রানা। তিনি লেভেল ১ অপরাধ করেছেন। এই অপরাধ রানা স্বীকার করে নিয়েছেন। লেভেল ১ অপরাধের জন্য ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত এবং তা মেনে চলতে হবে সব পক্ষকে। রানাকে এর আগেও এক অপরাধে শাস্তি পেতে হয়েছে।'
রানা দিল্লির বিরুদ্ধে ম্যাচে একটি ফুল লেংথ বল করে তাতে অভিষেক পোড়েলকে বোকা বানান। তারপর ডাগ আউটের দিকে আঙুল দিয়ে ইশারা করেন। রানা এর আগে এক অপরাধ করেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে। সেবার তাঁর এই অপরাধের কারণে তাঁর ম্যাচ ফি'র ৬০ শতাংশ জরিমানা করা হয়েছিল।
যদিও সেই সিদ্ধান্তে একেবারেই খুশি নন নেটিজেনদের একাংশ। তাঁদের বক্তব্য, পেসাররা কি মিইয়ে থাকবেন? তাঁরা আগ্রাসী হবেন না? এক নেটিজেন বলেন, 'এবার কি বোলাররা সেলিব্রেশনও করবেন না? এসব জিনিস আমি বুঝি না।'