বাংলা নিউজ > ক্রিকেট > India T20 WC Squad: হার্দিক গড়পড়তা, সিরাজের ফর্ম নিতান্ত খারাপ, ভারতের বিশ্বকাপ দলের ১৫ জন IPL 2024-এ কেমন খেলছেন?

India T20 WC Squad: হার্দিক গড়পড়তা, সিরাজের ফর্ম নিতান্ত খারাপ, ভারতের বিশ্বকাপ দলের ১৫ জন IPL 2024-এ কেমন খেলছেন?

চলতি আইপিএলে হার্দিক পান্ডিয়ার পারফর্ম্যান্স সাদামাটা। ছবি- এএফপি।

Team India, T20 World Cup 2024: আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য নির্বাচিত ভারতীয় দলের ১৫ জন ক্রিকেটার এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে কেমন পারফর্ম্যান্স উপহার দিচ্ছেন দেখে নিন।

মঙ্গলবার ঘোষিত হয়েছে ভারতের টি-২০ বিশ্বকাপ স্কোয়াড। এমনটা মোটেও নয় যে, চলতি আইপিএলের পারফর্ম্যান্সের নিরিখে বিশ্বকাপের দল গড়ে নিয়েছেন জাতীয় নির্বাচকরা। বরং দল নিবার্চনে আইপিএল পারফর্ম্যান্সের বিশেষ প্রভাব পড়েছে বলে মনে হয় না।

যদিও ঋষভ পন্তের কামব্যাক এবং সঞ্জু স্যামসনের বিশ্বকাপ দলে ঢুকে পড়ার ক্ষেত্রে তাঁদের আইপিএল পারফর্ম্যান্স বড় ভূমিকা পালন করেছে নিশ্চিত। আপাতত দেখে নেওয়া যাক ভারতের বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়া ১৫ জন ক্রিকেটার চলতি আইপিএলে এখনও পর্যন্ত কেমন পারফর্ম্যান্স উপহার দিয়েছেন।

১. রোহিত শর্মার আইপিএল ২০২৪ পারফর্ম্যান্স:-

রোহিত শর্মা চলতি আইপিএলের প্রথম ১০টি ইনিংসে ৩৫.০০ গড়ে ৩১৫ রান সংগ্রহ করেছেন। স্ট্রাইক-রেট ১৫৮.২৯। তিনি ১টি হাফ-সেঞ্চুরি করেছেন। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১০৫ রানের। রোহিত ৩৩টি চার ও ১৮টি ছক্কা মেরেছেন।

২. বিরাট কোহলির আইপিএল ২০২৪ পারফর্ম্যান্স:-

বিরাট কোহলি এখনও পর্যন্ত চলতি আইপিএলের ১০টি ইনিংসে ব্যাট করতে নেমে সংগ্রহ করেছেন সাকুল্যে ৫০০ রান। তিনি ১টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরি করেছেন। তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১১৩ রানের। কোহলি ৪৬টি চার ও ২০টি ছক্কা মেরেছেন। আইপিএল ২০২৪-এর সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় বিরাট রয়েছেন এক নম্বরে। তাঁর স্ট্রাইক-রেট ১৪৭.৪৯।

আরও পড়ুন:- IPL 2024 Orange-Purple Cap: ৪০০ টপকে কমলা টুপির দৌড়ে লাফ বিশ্বকাপ থেকে বাদ পড়া লোকেশ রাহুলের, বেগুনি টুপি বুমরাহর দখলে

৩. যশস্বী জসওয়ালের আইপিএল ২০২৪ পারফর্ম্যান্স:-

যশস্বী চলতি আইপিএলের প্রথম ৯টি ইনিংসে ৩১.১২ গড়ে ২৪৯ রান সংগ্রহ করেছেন। স্ট্রাইক-রেট ১৫৪.৬৫। তিনি ১টি সেঞ্চুরি করেছেন। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১০৪ রানের। জসওয়াল ৩০টি চার ও ১০টি ছক্কা মেরেছেন।

৪. সূর্যকুমার যাদবের আইপিএল ২০২৪ পারফর্ম্যান্স:-

সূর্য চলতি আইপিএলের ৭টি ইনিংসে ২৫.১৪ গড়ে ১৭৬ রান সংগ্রহ করেছেন। স্ট্রাইক-রেট ১৭০.৮৭। তিনি ২টি হাফ-সেঞ্চুরি করেছেন। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৭৮ রানের। সূর্যকুমার ১৭টি চার ও ১০টি ছক্কা মেরেছেন।

৫. হার্দিক পান্ডিয়ার আইপিএল ২০২৪ পারফর্ম্যান্স:-

হার্দিক চলতি আইপিএলের ১০টি ইনিংসে ২১.৮৮ গড়ে ১৯৭ রান সংগ্রহ করেছেন। স্ট্রাইক-রেট ১৫০.৩৮। তিনি এখনও একবারও হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকাননি। তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৪৬ রানের। পান্ডিয়া ১৬টি চার ও ১০টি ছক্কা মেরেছেন। সেই সঙ্গে তিনি ৮টি ইনিংসে বল করে ৬টি উইকেট নিয়েছেন।

আরও পড়ুন:- India T20 WC Squad: ক্যাপ্টেন-ভাইস ক্যাপ্টেন দু'জনেই MI-এর, ভারতের বিশ্বকাপ দলে KKR-এর কেউ নেই

৬. ঋষভ পন্তের আইপিএল ২০২৪ পারফর্ম্যান্স:-

ঋষভ আইপিএল ২০২৪-এর ১১টি ইনিংসে ব্যাট করতে নেমে সাকুল্যে ৩৯৮ রান সংগ্রহ করেছেন। তিনি হাফ-সেঞ্চুরি করেছেন ৩টি। ঋষভ পন্তের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৮৮ রানের। স্ট্রাইক-রেট ১৫৮.৫৬। তিনি এখনও পর্যন্ত চলতি আইপিএলে ৩১টি চার ও ২৪টি ছক্কা মেরেছেন।

৭. সঞ্জু স্যামসনের আইপিএল ২০২৪ পারফর্ম্যান্স:-

স্যামসন চলতি আইপিএলের ৯টি ইনিংসে ব্যাট করে ৩৮৫ রান সংগ্রহ করেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন ৪টি। স্ট্রাইক-রেট ১৬১.০৮। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৮২ রানের। সঞ্জু ৩৬টি চার ও ১৭টি ছক্কা মেরেছেন।

৮. শিবম দুবের আইপিএল ২০২৪ পারফর্ম্যান্স:-

শিবম চলতি আইপিএলের ৯টি ইনিংসে ব্যাট করে ৩৫০ রান সংগ্রহ করেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন ৩টি। স্ট্রাইক-রেট ১৭২.৪১। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৬৬ রানের। শিবম ২৪টি চার ও ২৬টি ছক্কা মেরেছেন।

আরও পড়ুন:- GT Trolled For Big Mistake: বিশ্বকাপ দল থেকে বাদ গিল, গুজরাট টাইটানস লিখল 'অভিনন্দন ক্যাপ্টেন', জোর খিল্লি নেট পাড়ায়

৯. রবীন্দ্র জাদেজার আইপিএল ২০২৪ পারফর্ম্যান্স:-

জাদেজা চলতি আইপিএলের ৬টি ইনিংসে ব্যাট করে ১৫৭ রান সংগ্রহ করেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন ১টি। স্ট্রাইক-রেট ১৩১.৯৩। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৫৭ রানের। জাদেজা ১৪টি চার ও ২টি ছক্কা মেরেছেন। সেই সঙ্গে ৯টি ইনিংসে বল করে ৫টি উইকেট নিয়েছেন তিনি।

১০. অক্ষর প্যাটেলের আইপিএল ২০২৪ পারফর্ম্যান্স:-

অক্ষর চলতি আইপিএলের ৯টি ইনিংসে ব্যাট করে ১৪৯ রান সংগ্রহ করেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন ১টি। স্ট্রাইক-রেট ১২৪.১৬। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৬৬ রানের। অক্ষর ১১টি চার ও ৬টি ছক্কা মেরেছেন। সেই সঙ্গে ১১টি ইনিংসে বল করে ৯টি উইকেট নিয়েছেন তিনি।

১১. কুলদীপ যাদবের আইপিএল ২০২৪ পারফর্ম্যান্স:-

কুলদীপ চলতি আইপিএলের ৮টি ইনিংসে বল করে সাকুল্যে ১২টি উইকেট নিয়েছেন। ইকনমি-রেট ৮.৪৫। সেরা বোলিং পারফর্ম্যান্স ৫৫ রানে ৪ উইকেট।

আরও পড়ুন:- India T20 WC Squad Announced: ভারতের বিশ্বকাপ দল থেকে বাদ রিঙ্কু সিং, জায়গা হল না গিল-লোকেশের

১২. যুজবেন্দ্র চাহালের আইপিএল ২০২৪ পারফর্ম্যান্স:-

যুজবেন্দ্র চলতি আইপিএলের ৯টি ইনিংসে বল করে সাকুল্যে ১৩টি উইকেট নিয়েছেন। ইকনমি-রেট ৯.০০। সেরা বোলিং পারফর্ম্যান্স ১১ রানে ৩ উইকেট।

১৩. আর্শদীপ সিংয়ের আইপিএল ২০২৪ পারফর্ম্যান্স:-

আর্শদীপ চলতি আইপিএলের ৯টি ইনিংসে বল করে সাকুল্যে ১২টি উইকেট নিয়েছেন। ইকনমি-রেট ৯.৬৩। সেরা বোলিং পারফর্ম্যান্স ২৯ রানে ৪ উইকেট।

১৪. জসপ্রীত বুমরাহর আইপিএল ২০২৪ পারফর্ম্যান্স:-

বুমরাহ চলতি আইপিএলের ১০টি ইনিংসে বল করে যুগ্মভাবে সব থেকে বেশি ১৪টি উইকেট নিয়েছেন। তাঁর ইকনমি-রেট ৬.৪০। সেরা বোলিং পারফর্ম্যান্স ২১ রানে ৫ উইকেট।

১৫ মহম্মদ সিরাজের আইপিএল ২০২৪ পারফর্ম্যান্স:-

সিরাজ চলতি আইপিএলের ৯টি ইনিংসে বল করে সাকুল্যে ৬টি উইকেট নিয়েছেন। তাঁর ইকনমি-রেট ৯.৫০। সেরা বোলিং পারফর্ম্যান্স ২৬ রানে ২ উইকেট।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

আগামী T20 বিশ্বকাপে পাপুয়া নিউ গিনির দায়িত্বে বিশ্বকাপজয়ী প্রাক্তন কোচ প্রত্যাবর্তনেই নজর কাড়লেন বেন স্টোক্স, কাউন্টিতে নিলেন এক ইনিংসে পাঁচ উইকেট আজ পালিত হবে নরসিংহ জয়ন্তী, জেনে নিন পুজোর শুভ সময় ও এই দিনের গুরুত্ব কলকাতায় খাড়গের ছবিতে কালি ইস্যুতে বঙ্গ কংগ্রেসের থেকে রিপোর্ট চাইল হাইকমান্ড বিরাটের সঙ্গে একমত, ODI থেকে ২ বলের নিয়ম তুলে দেওয়ার পক্ষে গম্ভীর ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে…’ IIMC-র অনুষ্ঠানে বার্তা ওপার বাংলার পরিবেশ মন্ত্রীর কেন্দ্রের ধমক খেয়ে তৎপর সিকিম সরকার, পাহাড়ি রাজ্যে কি কমবে গাড়ি ভাড়া? নতুন-পুরনো মিলিয়ে কোকাকোলার ৫২৩৭ সামগ্রী ব্যক্তির সংগ্রহে! গড়লেন বিশ্বরেকর্ড সত্যি কি কোনওদিন প্রেম সম্পর্কে ছিলেন তাঁরা? সোজাসুজি জবাব প্রসেনজিৎ-ঋতুপর্ণার ১২% এগিয়ে থেকেও 'হার' চব্বিশের বাংলার, আসন ধরে ধরে সামনে ভোটের কোন অঙ্ক?

Latest IPL News

বিরাটের সঙ্গে একমত, ODI থেকে ২ বলের নিয়ম তুলে দেওয়ার পক্ষে গম্ভীর 'L' দেখিয়ে কেন সেলিব্রেশন? কোয়ালিফায়ারের আগে গোপন রহস্য ফাঁস করলেন KKR-র 'বিপদ' হস্তক্ষেপ করব না,ধোনি যখন সিদ্ধান্ত নেবে তখন জানাবে-রহস্য জিইয়ে রাখল সিএসকে সিইও জুনিয়র ক্রিকেটে নির্বাচকদের পা ধরিনি, তাই দলে সুযোগ পাইনি… বিস্ফোরক গম্ভীর বিরাটের ব্যাটিং বা রবীন্দ্র-র রান আউট নয়, এই ঘটনাকে টার্নিং পয়েন্ট বলছেন যশ বেইমানি করেনি ইসিবি, আইপিএলের সূচির দিকেই আঙুল তুললেন পঞ্জাব কোচ বাঙ্গার রাহুল দ্রাবিড় পরবর্তী কোচ খুঁজতে মহেন্দ্র সিং ধোনির দ্বারস্থ বিসিসিআই! আইপিএল ভারতীয় দলে ঢোকার শর্টকাট না হয়ে যায়… কুপ্রভাবের কথা গৌতম গম্ভীরের গলায় পেশীর চোটের চিকিৎসা করাতে লন্ডনে যেতে চলেছেন MSD,ফিরেই ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত অডিও প্রকাশ করে গোপনীয়তা ভঙ্গ করেছে স্টার! রোহিতের অভিযোগের কী জবাব দিল তারা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.