আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা হতেই মাথায় হাত কলকাতা নাইট রাইডার্স শিবিরে। আসলে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য যে ইংল্যান্ড দল ঘোষণা করা হয়েছে, তাতে জায়গা পেয়েছেন নাইটদের তারকা ব্যাটার ফিল সল্ট। তবে সল্ট দলে জায়গা পেতে নাইট শিবিরে চাপ বাড়েনি, চিন্তার কারণ তখন শুরু হয়েছে, যখন ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড জানিয়েছে যে সব ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন তাদের প্রত্যেককেই আইপিএল প্লে অফের আগে দেশের দলের সঙ্গে যোগ দিতে হবে। এরপরেই গৌতম গম্ভীরদের চাপ বেড়েছে। এর কারণ হল যদি কলকাতা নাইট রাইডার্স চলতি আইপিএল-এর প্লে অফ ওঠে তাহলে তারা ফিল সল্টকে পাবে না।
IPL 2024-এ কেমন পারফর্ম করেছেন ফিল সল্ট-
যদি আইপিএল-এর চলতি মরশুমের কথা বলা যায় তাহলে এখনও পর্যন্ত ৯ ম্যাচে ৩৯২ রান করেছেন ফিল সল্ট। চলতি অরেঞ্জ ক্যাপের দৌড়ে পাঁচ নম্বরে রয়েছেন ফিল সল্ট। চলতি আইপিএল-এ নাইটদের হয়ে সুনীল নারিনের সঙ্গে ইনিংসের শুরু করেছেন তিনি। আইপিএল ২০২৪-এ কেকেআর এখনও পর্যন্ত যে সাফল্য পেয়েছে তার বড় কৃতিত্ব ফিল সল্টের। ফলে তাঁকে যদি প্লে অফে না পাওয়া যায় তাহলে চাপে পড়তে পারে কেকেআর।
জোস বাটলারকে নিয়ে চিন্তায় রাজস্থান রয়্যালস
তবে শুধু কলকাতা নাইট রাইডার্স নয়, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এই ফতোয়ার জন্য চাপে পড়তে চলেছে সঞ্জু স্যামসনদের রাজস্থান রয়্যালসও। কারণ তাদের দলে রয়েছেন ব্রিটিশ তারকা জোস বাটলরা। ফলে রাজস্থান যদি প্লে অফে জায়গা করে নেয় তাহলে তারাও তাদের ওপেনার জোস বাটলারকে পাবে না। ৮ ম্যাচে ৩১৯ রান করে রাজস্থানে জয়ের পিছনে বড় ভূমিকা পালন করেছিলেন বাটলার।
টি-২০ বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের ১৫ জনের স্কোয়াড:-
জোস বাটলার (ক্যাপ্টেন), মইন আলি, জোফ্রা আর্চার, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, ক্রিস জর্ডন, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি ও মার্ক উড।
দেখে নিন ইংল্যান্ডের গ্রুপ
ইংল্যান্ড টি-২০ বিশ্বকাপের বি-গ্রুপে রয়েছে। গ্রুপ লিগে তাদের লড়াই অস্ট্রেলিয়া, নমিবিয়া, স্কটল্যান্ড ও ওমানের সঙ্গে। ৪ জুন বার্বাডোজে স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ লিগের ম্যাচ দিয়ে এবছর টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বড় পরীক্ষা
বিশ্বকাপের জন্য ঘোষিত ইংল্যান্ডের প্রাথমিক এই দলটিই ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে মাঠে নামবে। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে অংশ নেওয়ার আগে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে চার ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ইংল্যান্ড। সে কারণেই আগে ভাগে ক্রিকেটারদের ডেকে নিচ্ছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট।