বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > দিনে দুপুরে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ, আটক TMC নেতার গুণধর ছেলে ‘ফুলবাবু’

দিনে দুপুরে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ, আটক TMC নেতার গুণধর ছেলে ‘ফুলবাবু’

পুলিশের সামনে অভিযোগ জানাচ্ছেন আক্রান্ত বধূ ও তাঁর পরিবার।

এই ঘটনার প্রতিবাদে দুপুরে বিষ্ণুপুর – তেঁতুলিয়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গৃহবধূর পরিবারের লোকজন এবং গ্রামবাসীরা। সে সময় ঘটনাস্থলে পৌঁছন ফুলবাবুর বাবা বাসার শেখ। তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। সেই সময় অভিযুক্তরা লাঠি, রড, ইট নিয়ে অবরোধকারীদের উপর চড়াও হয়।

দিনদুপুরে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। প্রতিবাদে গ্রামবাসীরা পথ অবরোধ করলে অভিযুক্তরা তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ। অভিযুক্তদের ছোঁড়া ইটে বেশ কয়েকজন গ্রামবাসী জখম হন। ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে।

আরও পড়ুন: CRPF জওয়ানকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ TMC বিধায়কের বিরুদ্ধে

ঘটনাটি ঘটেছে বীরভূমের মাড়গ্রাম থানার নতুন গ্রামে। জানা গিয়েছে, গৃহবধূর বাড়ি মাড়গ্রাম থানার তেঁতুলিয়া গ্রামে। ওই বধূ নিয়মিত সাইকেলে চড়ে বসোয়া গ্রামে কম্পিউটার শিখতে যান। সোমবার সকালে কম্পিউটার সেন্টার থেকে সাইকেলে বাড়ি ফিরছিলেন। নতুন গ্রামের কাছে পিছন থেকে তিন যুবক গৃহবধূর পিঠে থাপ্পড় মারে। কটূক্তিও করে বলে অভিযোগ। বধূ বাড়ি ফিরে পরিবারকে সব কথা জানান। এরপরেই পরিবারের পক্ষ থেকে প্রথমে ঘটনাস্থলের সিসিটিভির ছবি দেখে অভিযুক্তদের চিহ্নিত করেন। এর পর মাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করে তারা। অভিযুক্তদের মধ্যে রয়েছে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য বাসার শেখের ছেলে ফুলবাবু শেখ। বাড়ি নতুন গ্রাম সংলগ্ন মেলেডাঙ্গা গ্রামে। তার দাদা নাজমুল শেখের স্ত্রী বর্তমানে বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত সদস্য।

এই ঘটনার প্রতিবাদে দুপুরে বিষ্ণুপুর – তেঁতুলিয়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গৃহবধূর পরিবারের লোকজন এবং গ্রামবাসীরা। সে সময় ঘটনাস্থলে পৌঁছন ফুলবাবুর বাবা বাসার শেখ। তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। সেই সময় অভিযুক্তরা লাঠি, রড, ইট নিয়ে অবরোধকারীদের উপর চড়াও হয়। অভিযুক্তদের ছোড়া ইটের ঘায়ে বেশ কয়েকজন আন্দোলনকারী জখম হন বলে অভিযোগ। গৃহবধূ বলেন, ‘দিনের বেলা দুষ্কৃতীরা এভাবে শরীর স্পর্শ করায় আতঙ্কে রয়েছি। আমাদের কোনও নিরাপত্তা নেই মনে হচ্ছে। আমি অভিযুক্তদের শাস্তি চাই।’

আরও পড়ুন: আধার বাতিল হয়ে গেলে ভোট দিতে পারবেন না এই প্রচার ভুয়ো, বলছে তৃণমূলই

স্থানীয় বাসিন্দা প্রান্তিক দাস বলেন, ‘তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দাপটে আমরা আতঙ্কিত। দিনের বেলা এরকম হলে আমরা মেয়েদের স্কুল কলেজে পাঠাব কীভাবে? দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’। অভিযোগ পেয়ে ফুলবাবু শেখসহ ৩ জনকে আটক করেছে।

 

বাংলার মুখ খবর

Latest News

ডাক্তারদের জন্য ধর্মতলায় সমস্যা হচ্ছে, সরানো হোক! আর্জি শুনে হাইকোর্ট সোজা বলল…. IND vs PAK ম্যাচে দর্শক আসনে বুমরাহ! মাঠে কার জন্য গলা ফাটাতে গিয়েছিলেন জসপ্রীত? পদাতিক দেখে 'পাল্টে গেছেন' কবীর সুমন, প্রশংসা পেতেই সৃজিত লিখলেন, ‘একটা বৃত্ত…’ স্বস্তিকার খোঁপার গাঁদা ফুলের প্রেমে পড়ল কুণাল? নায়িকার ছবি দিয়ে গদগদ ক্যাপশন ভারত-পাক ম্যাচে ভেঙে গেল আগের সব রেকর্ড, বিশ্বকাপের গ্রুপ লিগে এত দর্শক এই প্রথম মহাষ্টমীতে বিরল মহাযোগ! মা দুর্গা এত সম্পদ দেবেন, ৪ রাশি কুলিয়ে উঠতে পারবে না 'ওর কাছে বায়না করেছি…' দেবীপক্ষ শুরু হতেই পুজোর আমেজে নুসরত,যশের কাছে কী চাইলেন কল্যাণী JNM হাসপাতালে পৌঁছল জয়নগরের শিশুর দেহ, ময়নাতদন্ত করবেন AIIMSএর চিকিৎসকরা 'পুলিশের গুলিতে হত ১, মণ্ডপ উদ্বোধন করছেন CM', পুজোর চাঁদা নিয়ে সংঘর্ষ ত্রিপুরায় ভারী লহেঙ্গা পরে নাজেহাল শ্রদ্ধা! তাঁর র‌্যাম্পে হাঁটা নিয়ে একী বললেন নেটিজেনরা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.