বীরভূমের দেউচা পাচামি কয়লা খনির জট এখনও কাটেনি। এরইমধ্যে পশ্চিম বর্ধমানে কয়লা প্রকল্পের কাজ শুরু করতে চাইছে প্রশাসন। জেলার বারাবনির গৌরান্ডি পানুরিয়ায় দ্রুত এই কাজ শুরু হতে চলেছে। পশ্চিমবঙ্গ খনিজ উন্নয়ন নিগমের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। এই প্রকল্পের জন্য ৩৭০ হেক্টর জমির প্রয়োজন। তবে জমি অধিগ্রহণের কাজ এখনও শুরু হয়নি। দ্রুতই এই কাজ শুরু করা হবে বলে সূত্রে জানা যাচ্ছে। একইসঙ্গে, এরফলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে সূত্রে জানা গিয়েছে।
এনিয়ে ইতিমধ্যেই এই কাজের জন্য টেন্ডার দেওয়া হয়েছে একটি ট্রেডিং কর্পোরেশনকে। জানা গিয়েছে, এই প্রকল্পের অধীনে আসছে পানুরিয়া, দাসকেয়ারি, কাঁটাপাহাড়ি, জামগ্রাম, আলিগঞ্জ এই মৌজাগুলি। সংস্থাকে দ্রুত জমি অধিগ্রহণ করে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে পরিকল্পনা নির্ধারণ করার জনায় আসানসোল সার্কিট হাউসে আইনমন্ত্রী মলয় ঘটক অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে জমি অধিগ্রহণ নিয়ে আলোচনা হয়েছে। একইসঙ্গে জমিদাতাদের ক্ষতিপূরণের সঙ্গে সঙ্গে চাকরি দেওয়ার বিষয়টিও আলোচনা করা হয়েছে।
তবে দেউচার মতো এই প্রকল্পে এখনও পর্যন্ত ততটা প্রতিবাদ বা আন্দোলনের মুখে পড়তে হয়নি রাজ্যকে। আদিবাসীরা ক্ষতিপূরণ এবং চাকরি পাওয়ার আশ্বাস খুশি। স্থানীয়রা আদিবাসীদের অনেকের মতে, এখানে অনেকেরই নিজস্ব বাড়ি নেই। ফলে সরকার বাড়ি করে দেওয়ার যে কথা ঘোষণা করেছে তার ফলে তারা খুশি। আদিবাসীদের কথায়, এখানে শিল্প আসলে যাদের জমি নেই এবং যাদের জমি আছে তারা সকলেই উপকৃত হবে। অনেক মানুষ কাজ পাবে। দ্রুতই জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ করে প্রকল্পের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন আসানসোল পুরসভার মেয়র বিধান উপাধ্যায়।