খুনের পিছনে রয়েছেন উদয়ন গুহ। কোচবিহারের দিনহাটায় বিজেপি নেতা প্রশান্ত রায় বসুনিয়া খুনের ঘটনার তদন্তে এসে এমনই মম্তব্য করলেন তপশিলি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। এদিনও নাম না করে রাজ্য প্রশাসন ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তপশিলিদের বিরুদ্ধে হিংসায় উদাসীন থাকার অভিযোগ তুলেছেন তিনি।
সোমবার দিনহাটায় প্রশান্তের বাড়িতে যান অরুণবাবু। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। এর পর যে ঘরে প্রশান্তকে খুন করা হয়েছিল সেই ঘরে যান তিনি। বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই নিয়ে গত ২ মাসে ৬ বার কমিশনকে রাজ্যে আসতে হল। এটা একটা রেকর্ড। মমতা বন্দ্যোপাধ্যায় ২২ শতাংশ তপশিলির ভোটে মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু তাদের ওপর কোনও হিংসা হলে কোনও ব্যবস্থা নেয় না তাঁর পুলিশ। গত কয়েক মাসে অন্তত ৪টি ঘটনায় পুলিশের গাফিলতি প্রমাণিত হয়েছে। কমিশন বৈঠক করে এদের বিরুদ্ধে পদক্ষেপ করবে।
তিনি আরও বলেন, উদয়ন গুহ দাবি করলেন প্রশান্ত সমাজবিরোধী ছিল। তাহলে তার তদন্ত হোক। আর কেউ সমাজবিরোধী হলে তাকে গুলি করে মেরে ফেলা যায় না কি? উদয়ন গুহর নির্দেশেই এই খুন হয়েছে। খুন করিয়েছে পঞ্চায়েত প্রধান ও তার কিছু দুষ্কৃতী। মৃতের মা আমাকে একথা বলেছেন।