স্বাধীনতার দিনই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন চার জন। গাজোলে বোলেরো ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে চালক-সহ মহিলা ও শিশু মিলিয়ে মোট চার জনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহের গাজোল এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুর্ঘটনাগ্রস্ত ওই বোলেরোটি রায়গঞ্জের দিক থেকে মালদহে আসছিল। অন্য দিকে, একটি মালবোঝাই ডাম্পার মালদহ থেকে রায়গঞ্জের দিকে যাচ্ছিল। ঘটনার সময় বোলেরোটি মশালদিঘি ও আহোড়ার মাঝামাঝি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে উঠতেই, উল্টো দিক থেকে আসা ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষ এড়াতে ডাম্পারের চালক শেষমুহুর্তে স্টিয়ারিং ঘোরানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। ঘটনার জেরে ডাম্পারের তলায় ঢুকে যায় বোলেরোটি। সংঘর্ষের জেরে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা ছুটে আসেন। খবর দেওয়া হলে গাজোল থানার পুলিশ এসে বাকি একজন আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ওই ব্যক্তিরও মৃত্যু হয়। মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁদের অভিযোগ, জাতীয় সড়ক কর্তৃপক্ষের গাফিলতির জেরেই এই ধরনের ঘটনা ঘটছে। কারণ, জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তার একদিক বন্ধ রেখেছে। এক্ষেত্রে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল বলে মত স্থানীয়দের।
পুলিশ জানিয়েছে, দুমড়ে-মুচড়ে যাওয়া বোলেরোর ছাদ কেটে ভিতর থেকে মৃতদেহ বার করতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয় তাঁদের। বোলেরোটিতে ‘গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন ডিউটি’ লেখা থাকায় মৃতেরা কোনও সরকারি কর্মী কিম্বা কোনও আধিকারিকের আত্মীয় কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।