বুধবার সাতসকালে বিদ্যাসাগর সেতুতে বাস দুর্ঘটনা। এদিন সাঁতরাগাছির দিক থেকে ধর্মতলায় আসার পথে দুটি বাস রেষারেষি করছিল বলে অভিযোগ। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস মালবাহী গাড়িকে ধাক্কা মারে। ঘটনায় ওই বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের কলকাতার এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় বিদ্যাসাগর সেতুতে যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের হেস্টিংস থানার পুলিশ। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ জানিয়েছে, দুটি বাসের রেষারেষিতে করার সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী একটি ছোট হাতিকে ধাক্কা মারে। বাসের ধাক্কায় মালবাহী গাড়িটির সামনের দিক কার্যত দুমড়ে মুচড়ে যায়। এই ধাক্কার ফলে বাসের বেশ কয়েক জন যাত্রী আহত হন। তাদের পুলিশ দ্রুত উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের চিকিৎসা চলছে। তবে আহতদের আঘাত গুরুতর নয় বলেই হাসপাতাল সূত্রে জানিয়েছে। বাংলার থমকে যাওয়া রেলপ্রকল্পে সবুজ সংকেত, বিরাট লাভবান হবেন বাসিন্দারা
আরও পড়ুন। বাংলার থমকে যাওয়া রেলপ্রকল্পে সবুজ সংকেত, বিরাট লাভবান হবেন বাসিন্দারা
মালবাহী গাড়িটির চালক বলেন,'দুটো গাড়ি রেষারেষি করছিল। ধূলাগড়-শিয়ালদার বাসটির চালক হঠাৎ ব্রেক কষে। কিন্তু গাড়ি সামলাতে পারেনি । আমাদের গাড়ি এসে ধাক্কা মারে। আমি তো কোন মতে বেঁচে গিয়েছি। বাসটির যাত্রীদের কী হয়েছে।'
আরও পড়ুন। আদ্যিকালের নিকাশি সংস্কার হবে কলকাতায়, বিরাট বরাদ্দ, কাজ হবে কোথায়?