নীতেশ তিওয়ারির রামায়ণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দর্শকরা। এখন পর্যন্ত খবর রয়েছে, রামের চরিত্রে থাকছেন রণবীর কাপুর। আর সীতা হিসেবে প্রথমে আলিয়ার নাম এলেও, পরে জানা যায়, দেখা যাবে সাই পল্লবীকে। এবার ফাঁস হল সিনেমার সেট থেকে রাম-সীতার ছবি।
রণবীর কাপুর ও সাই পল্লবীর ‘রামায়ণ’ লুক
রামায়ণের সেট থেকে অযোধ্যার যুবরাজ, ভগবান রামের ছবি ফাঁস হয়।ঋষি-পুত্রকে পাওয়া গেল ঐতিহ্যবাহী পোশাক পরে। জুমটিভি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলিতে ঐতিহাসিক মহাকাব্যের সেট থেকে রণবীর ও সাইয়ের ঝলক পোস্ট করেছে। দুই অভিনেতা প্রথমবারের মতো একে অপরের বিপরীতে জুটি বেঁধেছেন।
আরও পড়ুন: বাবা-মার বিচ্ছেদ কীভাবে সামলায় ১২ বছরের মীরা? বরখাকে নিয়ে জবাব ইন্দ্রনীলের
বিভিন্ন বিনোদন পোর্টাল জানিয়েছে যে, ভগবান রামের ভূমিকায় অভিনয়ের জন্য রণবীর কঠোর নিরামিষ ডায়েট এবং ওয়ার্কআউট রুটিন অনুসরণ করছেন। রণবীরকে সর্বশেষ সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিম্যাল ছবিতে দেখা গিয়েছিল। যেখানে তাঁর সহ-অভিনেতা ছিলেন রশ্মিকা মন্দনা, অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি দিমরি, সৌরভ সচদেব, শক্তি কাপুররা।
আরও পড়ুন: ছোট থেকে ডায়াবেটিক, মা হওয়ার পর ৩২ কেজি ওজন বাড়া! রোগা হতে কী করেন সোনম
দেখুন রামায়ণের সেট থেকে ফাঁস হওয়া ছবিগুলি-
রামায়ণের সেট থেকে ফাঁস হওয়া ছবি খবরের শিরোনামে উঠে এসেছে। অরুণ গোভিলকে দেখা গেল রাজা দশরথের সাজে, আর লারা দত্তকে কৈকেয়ীর গেটআপে। এছাড়া ববি দেওল, বিজয় সেতুপতি এবং সানি দেওল যথাক্রমে কুম্ভকরণ, বিভীষণ এবং ভগবান হনুমানের চরিত্রে অভিনয় করেছেন বলেও খবর পাওয়া গেছে। যদিও এগুলি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসা এখনও বাকি।
আরও পড়ুন: হাতে স্প্লিন্ট অক্ষয়ের! চোট পেলেন নাকি খিলাড়ি, উদ্বিঘ্ন ভক্তরা
রামায়ণ সিনেমা নিয়ে বিস্তারে:
গত বছর নীতেশের আগে, ওম রাউত আদিপুরুষ (২০২৩) এনেছিলেন রামায়ণ মহাকাব্যকে ঘিরে। তবে তিনি এই সিনেমায় একাধিক বদল এনেছিলেন। যা মানতে পারেনি হিন্দু দর্শকরা। ভিএফএক্সও ছিল জঘন্য। বক্স অফিসে, মুখ থুবরে পড়ে সেটি। সেখানে রাম-সীতা-রাবণ ছিলেন যথাক্রমে প্রভাস, কৃতি শ্যানন, সইফ আলি খান।
তবে অন্য পরিচালকের ব্যর্থতার বোঝা নিজের ঘাড়ে চাপাতে নারাজ নীতিশ। তাঁর রামায়ণ প্রসঙ্গে বলেছিলেন, ‘দর্শক হিসাবে আমি পর্দায় যা দেখতে পছন্দ করব না, নির্মাতা হিসাবে তেমন ছবি আমি বানাব না। আমার বিশ্বাস, আমি যে ছকে ‘রামায়ণ’কে ভাবি, তা দেখে কেউই রাগ করবেন না।’