মুর্শিদাবাদ থেকে বীরভূম সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি চলছে। একদিকে মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চলে রাতভর। অন্যদিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার বীরভূমের নলহাটিতে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারীর বাড়িতে হানা দিল সিবিআই। আগে এখানে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তৃণমূল কংগ্রেস নেতার আশ্রমেও হানা দিয়েছেন সিবিআই অফিসাররা।
এই বিভাস অধিকারী ছিলেন তৃণমূল কংগ্রেসের নলহাটি ২ নম্বর ব্লকের সভাপতি। যদিও পরে তিনি সেখান থেকে পদত্যাগ করেন। তবে ব্লক সভাপতি থাকার সময়ই অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশনের সভাপতিও ছিলেন বিভাস অধিকারী। সিবিআই সূত্রে খবর, ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত নিয়োগ দুর্নীতিতে জড়িত ছিলেন বিভাস অধিকারী। তিনি আবার মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ বলে সকলে জানেন। মানিক ভট্টাচার্য নিজেই এখন জেলে। তাঁর বিরুদ্ধেও একই অভিযোগ তুলেছে সিবিআই। ২০২২ সালের অক্টোবর মাসে আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায় বিভাস অধিকারীর ফ্ল্যাট সিল করে দিয়েছিল ইডি। আর ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি ওই ফ্ল্য়াটের সিল খুলে বিভাসকে সঙ্গে নিয়ে তল্লাশি চালান ইডি’র অফিসাররা।
এদিকে সার্চ ওয়ারেন্ট নিয়ে বিভাসের আশ্রমেও হানা দেয় সিবিআই। সিবিআই সূত্রে খবর, বাড়িতেই রয়েছেন বিভাস অধিকারী। সিআরপিএফ ঘিরে চলে তল্লাশি। বিভাস নলহাটি–২ নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি থাকাকালীন এই দুর্নীতির সঙ্গে নিজেকে জড়িয়ে ছিলেন। নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়া কুন্তল ঘোষ ও গোপাল দলপতির মুখে শোনা গিয়েছিল বিভাস অধিকারীর নাম। কাদের তিনি কত টাকায় চাকরি দিয়েছেন সেটাই জানতে চান তদন্তকারীরা। বিভাসের দুই ছেলেও সিবিআইয়ের আতস কাচের নীচে রয়েছেন বলেই সূত্রের খবর। আশ্রমকে সামনে রেখে তিনি দুর্নীতির কারবার চালাতেন বলেই তথ্য পেয়েছেন অফিসাররা।
অন্যদিকে সিবিআইয়ের নজরে যে তিনি প্রথম থেকেই রয়েছেন সেটাও বোঝা যাচ্ছে। আজ, শনিবার তাঁর বাড়ি, আশ্রমে সিবিআইয়ের অভিযান বুঝিয়ে দিল বিভাস সোজা রাস্তায় হাঁটেন না। তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ২০১৭ সাল পর্যন্ত নিয়োগ দুর্নীতির তিনি অন্যতম কাণ্ডারি বলে অফিসাররা মনে করছেন। পথ দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকে তিনি নিজেকে সেখান থেকে গুটিয়ে নেন। আশ্রমে বসে গোটা র্যাকেট চালানো হতো বলে সিবিআই অফিসারদের দাবি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup