বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Malda: চাঁচলে বাড়িতে ঢুকে তৃণমূল নেতাকে ঝাঁঝরা করে দিল আততায়ী

Malda: চাঁচলে বাড়িতে ঢুকে তৃণমূল নেতাকে ঝাঁঝরা করে দিল আততায়ী

পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। 

প্রতিবেশীর সঙ্গে জমি বিবাদ চলছিল দীর্ঘদিন ধরে। তার জেরেই খুন বলে দাবি পরিবারের। 

জমি বিবাদের জেরে সাত সকালে বাড়িতে ঢুকে তৃণমূল নেতাকে গুলি করে খুন। নিহত সইদুল রহমানকে তাঁর প্রতিবেশী গুলি করে খুন করেছেন বলে অভিযোগ। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঁচল ২ নম্বর ব্লকের জালালপুরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ দেহ উদ্ধার করতে গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। পরিবারের অভিযোগ, কংগ্রেস খুন করেছে সইদুলকে।

মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে তাঁদের জমি সংক্রান্ত বিবাদ চলছিল। মামলা চলছিল আদালতে। মঙ্গলবার সকালে হঠাৎই প্রতিবেশী বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। পর পর ৮ – ১০ রাউন্ড গুলি চলে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সইদুলের। এর পর ঘটনাস্থল থেকে পালায় আততায়ী।

ঘটনাস্থলের কাছেই চাঁচল থানার পুলিশ ক্যাম্প। খবর পেয়ে পুলিশকর্মীরা দেহ উদ্ধার করতে এলে তাঁদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, পুলিশ সক্রিয় হলে আততায়ী পালাতে পারত না। স্থানীয়রা পুলিশকে দেহ উদ্ধারে বাধা দেন। স্থানীয়দের সঙ্গে আলোচনা করে অবশেষে বাড়িতে ঢুকে পুলিশ দেহ উদ্ধার করে।

পরিবারের দাবি, কংগ্রেসে যোগদান না করায় সইদুলকে খুন করা হয়েছে। যদিও কংগ্রেসের তরফে জানানো হয়েছে। নিছকই জমি বিবাদের জেরে খুন। এর সঙ্গে রাজনীতির যোগ নেই।

 

বন্ধ করুন