বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > এবার নজরে রাজীব–শুভেন্দু!‌ মুখ্যমন্ত্রীর তদন্তের নির্দেশে তোলপাড় রাজ্য–রাজনীতি

এবার নজরে রাজীব–শুভেন্দু!‌ মুখ্যমন্ত্রীর তদন্তের নির্দেশে তোলপাড় রাজ্য–রাজনীতি

মমতা বন্দ্যোপাধ্যায়। 

ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেচ দফতরের সচিবকে দু’‌কথা শুনিয়ে অর্থ দফতরকে তদন্তের নির্দেশ দিতেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে।

দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবন থেকে পূর্ব মেদিনীপুরের দিঘা। ইয়াস তছনছ করে দিয়েছে সবকিছু। আমফান ঘূর্ণিঝড়ের পর প্রচুর টাকা খরচ করে বাঁধ মেরামতি করা হয়েছিল। ভাবা হয়েছিল পরবর্তী কোনও দুর্যোগ এলেও মানুষের জীবন–জীবিকার খুব বড় ক্ষতি হবে না। এই ভাবনা ছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই মন্ত্রীদের এবং অফিসারদের একসঙ্গে কাজে নামিয়ে দিয়েছিলেন। তৎকালিন মন্ত্রীরা কাজ করেছেন বলে দাবি করেছিলেন। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই আছড়ে পড়ল ইয়াস। আর দেখা গেল যেসব বাঁধ কোটি কোটি টাকা দিয়ে তৈরি করা হয়েছিল তা নিমেষেই মাটিতে মিশে গিয়েছে। তাহলে কী ভেজাল জিনিস দিয়ে তৈরি হয়েছিল বাঁধ?‌ কাটমানি গিয়েছিল মন্ত্রীদের পকেটে?‌ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেচ দফতরের সচিবকে দু’‌কথা শুনিয়ে অর্থ দফতরকে তদন্তের নির্দেশ দিতেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে। আর তাতেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।

এদিকে তৎকালিন সেচ দফতরের মন্ত্রী ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। যিনি অধুনা বিজেপিতে যোগ দিয়ে একুশের নির্বাচনে হেরেছেন। এমনকী বন দফতরের ৫ কোটি ম্যানগ্রোভের চারা রোপনের সিদ্ধান্তের কী হল?‌ তাও জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে কাটমানি নিয়ে বিজেপি যে অভিযোগ তুলে রাজ্য সরকারকে আক্রমণ করছিল তা কার্যত ঝেড়ে ফেললেন মুখ্যমন্ত্রী। কারণ নাম না করলেও এই কাটমানির দায় এখন চাপছে স্বয়ং রাজীবের উপর। যিনি এখন বিজেপির ছত্রছায়ায়। আর এই বিষয়ে তদন্ত হলে রাজীব বন্দ্যোপাধ্যায় ছাড়া পাবেন না তা বুঝিয়ে দেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক কুশীলবরা।

আবার সেচ দফতরের সচিব নবীন প্রকাশকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌বিদ্যাধরী বাঁধ এবারও ভেঙেছে। দিঘায় সবটাই ভেঙে গিয়েছে। হয়েছে তো দু’‌আড়াই বছর! তবে সবটাই কীভাবে ভাঙল? তোমরা নজরদারি করো? প্রতি বছরই বলছো, তিনটে সেতু সম্পূর্ণ হচ্ছে। কংক্রিটের ওই সেতু ভেঙে গেল কী করে? এটা তদন্ত হবে। অর্থ দফতর তদন্ত করবে। আমফানের পর কত টাকা দিয়েছিলে? তাহলে টাকাটা কি জলেই চলে যাচ্ছে?’‌ পূর্ব মেদিনাপুরের এইসব এলাকার দায়িত্বে ছিলেন তৎকালীন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ওখানকার বিধায়ক। শুধু তাই নয়, পরিবারের সবাই সাংসদ–চেয়ারম্যান সবকিছু। দিঘা ডেভেলপমেন্ট অথরিটির শীর্ষে ছিলেন শুভেন্দুর বাবা শিশির অধিকারী। সুতরাং তদন্ত হলে কেউ ছাড় পাবেন না এটা বুঝিয়ে দেওয়া হয়েছে।

২০১১ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পরই দিঘার পর্যটনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যটনকে আন্তর্জাতিক স্তরে পৌঁছনোর লক্ষ্যে উদয়পুর থেকে দিঘা মোহনা পর্যন্ত সৌন্দর্যায়নে জোর দেওয়া হয়। আলোর ব্যবস্থা করা হয়। তৈরি হয় বিশ্ববাংলা পার্ক। গড়ে ওঠে মেরিন এবং সি ড্রাইভও। তবে ঘূর্ণিঝড় ‘ইয়াস’–এর দাপটে প্রায় তছনছ দিঘা। আর তাতেই বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, মাত্র কয়েক বছর আগে তৈরি মেরিন ড্রাইভের অবস্থা কেন এত খারাপ হল? আমি অর্থ দফতরকে বলব। আমফানের পর কোন কোন জায়গা সারানো হয়েছে, তার কত শতাংশ ভাঙল খতিয়ে দেখতে হবে। একদম সেচ দফতরকে টাকা দেবে না। একটা টাস্ক ফোর্স করো। টেন্ডার, যাবতীয় ব্যবস্থা দেখে টাকা দিতে হবে। সরকারের টাকা এত সস্তা নয়। ম্যানগ্রোভ বলল ৫ কোটি পুঁতবে। কোথায় পুঁতবে? গতবার বড় বড় ভাষণ দিল। ৫ কোটি ম্যানগ্রোভ পোঁতার কাজ ছিল। সুতরাং এইসব মন্তব্য রাজীব–শুভেন্দুকে সামনে রেখেই বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

বাংলার মুখ খবর

Latest News

মিস ইউনিভার্সের মঞ্চে প্রথমবার সৌদি সুন্দরী, অংশ নিতে পারবেন প্রতিযোগিতায় Kolkata Knight Riders বনাম Punjab Kings ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? ঝপ করে পড়ল শেয়ার, ১.৩ বিলিয়ন ক্ষতির মুখে, বড় ঝামেলায় কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ৫০বার! 'অযোগ্য' হয়ে একে অপরের হাত ধরছেন, এবারও তাঁদের যোগ্য প্রমাণ করবে দর্শক? ‘‌দেব এখন ভাল রাজনীতিবিদ হয়ে উঠেছে’‌, পিংলার মঞ্চ থেকে দরাজ সার্টিফিকেট মমতার হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ভোটের লাইনে ইনফোসিস প্রতিষ্ঠাতা, কী বললেন সুধামূর্তি? ‘সিতারে জমিন পর’ নিয়ে ফিরছেন আমির, পরের মাসে শ্যুটিং শুরু দিল্লিতে: রিপোর্ট অক্ষয় তৃতীয়াকে বলা হয় স্বয়ংসিদ্ধ মুহূর্ত, জেনে নিন এই সম্পর্কিত ১০টি বিষয় আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের

Latest IPL News

হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের সামাদ আউট হতেই মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি, নেটপাড়ায় ভাইরাল কাব্য মারানের প্রতিক্রিয়া SRH-কে হারানোর পর, RCB-র প্লে-অফে ওঠার ক্ষীণ আলো দেখা গিয়েছে, তবে অঙ্কটা জটিল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.