চাহিদার থেকে আসন কম। তাই কোচবিহার বিমানবন্দর থেকে বেশি আসনের বিমান চালানোর দাবি উঠছিল কয়েক মাস ধরেই। এবার সেব্যাপারে উদ্যোগী হল জেলা প্রশাসন ও বিমানপত্তন প্রাধিকরণ। প্রশাসনিক উদ্যোগে কোচবিহারের সঙ্গে কলকাতার যোগাযোগ আরও সুগম হবে বলে মনে করছেন যাত্রীরা।
গত ফেব্রিুয়ারিতে কোচবিহারে পরিষেবা দেওয়া শুরু করে ইন্ডিয়া ওয়ান এয়ার নামে একটি সংস্থা। ৯ আসনের সেসনা বিমানের মাধ্যমে পরিষেবা দেয় তারা। কিন্তু ৯ আসনের বিমানে চাহিদা মিটছে না যাত্রীদের। তাঁদের দাবি, জরুরি প্রয়োজনে দিনের দিন টিকিট পাওয়া যাচ্ছে না। সমস্যা হল এয়ারওয়ান ইন্ডিয়ার কাছে সব ৯ আসনের বিমানই রয়েছে। ফলে নতুন কোনও সংস্থা কোচবিহার থেকে বিমান না চালালে আসন সংখ্যা বাড়ার সম্ভাবনা নেই। ওদিকে নতুন কেউ বিমান চালালে বর্তমানে যারা বিমান চালাচ্ছে তারা আপত্তি তুলতে পারে। সেক্ষেত্রে তাদের লোকসানের মুখে পড়ার সম্ভাবনা থাকবে।
মঙ্গলবার কোচবিহার বিমানবন্দরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক পবন কাদিয়ান। এর পর তিনি বলেন, ‘বিমানবন্দরের রানওয়েতে নতুন করে প্রলেপ দেওয়া হচ্ছে। এমারজেন্সি গেটের কাজও প্রায় শেষ। এবার আরেকটু বড় বিমান চালানোর চেষ্টা শুরু হয়েছে।’