হাড় হিম করা দৃশ্য ধরা পরল সিসিটিভি ফুটেছে। রাস্তায় ঝাড়ু দেওয়ার সময় এক যুবককে পিষে দিল ক্রেন। এমনই দৃশ্য দেখা গেল হাওড়া সাঁকরাইল চাপাতলা-বকুলতলা রোডের রাজগঞ্জ সংলগ্ন এলাকায়। মৃত যুবকের নাম শেখ মফিজুল (২৬)। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ সাঁকরাইলের বড় বাগানের বাসিন্দা মফিজুল। পেশায় একজন জরির কারিগর। রোজকার মতো গতকাল সকাল আটটা নাগাদ তিনি বাজারে কাজে এসেছিলেন। সেই সময় একটি দোকানের সামনে বসে ঝাড়ু দিচ্ছিলেন মফিজুল। রাস্তা দিয়ে তখন বেশ কয়েকটি গাড়িও যাচ্ছিল। তবে সেগুলি থেকে মফিজুলের দূরত্ব অনেকটাই ছিল। আচমকা পিছন থেকে একটি ক্রেন এসে সামনের চাকা দিয়ে মফিজুলকে পিষে দেয়।
ভিডিয়োতে দেখা যায়, ক্রেন এসে পিষে দেওয়ার পর মফিজুলের হাত থেকে ছিটকে পড়ে যায় ঝাড়ুটি। এরপরেই ক্রেনটি থেমে যায়। আশঙ্কাজনক অবস্থায় মফিজুলকে প্রথমে সাঁকরাইল হাজী এস টি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
এই ঘটনায় ক্রেন চালকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। যদিও ঘটনার পরে ক্রেন চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন মফিজুল একজন ভালো ছেলে হিসেবেই এলাকায় পরিচিত। যেদিন কাজ থাকতো না সেদিন অন্য কারও কাজ করে দিতেন। তাকে যা মজুরি দেওয়া হতো তাতেই সন্তুষ্ট থাকতেন। অভাবের সংসারে যুবকের মৃত্যু ঘটনায় তার পরিবারের শোকের ছায়া নেমেছে।