ডিএলএড (ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন) পরীক্ষায় একটি কেন্দ্রে নকল ঠেকাতে মহিলা পরীক্ষার্থীদের ‘নগ্ন’ করে তল্লাশি করা হয়েছে বলে অভিযোগ। পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদ এবং জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) দফতরে এই ঘটনা নিয়ে লিখিতভাবে অভিযোগ করেছেন বেশ কয়েকজন মহিলা পরীক্ষার্থী। যা নিয়ে প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে গিয়েছে। ছাড় পায়নি গর্ভবতী, রজঃস্বলা এবং বিশেষভাবে সক্ষম ছাত্রীদেরও বলে অভিযোগ। পূর্ব বর্ধমানের তালিত গৌড়েশ্বর উচ্চ বিদ্যালয়ে ডিএলএড–এর দ্বিতীয়বর্ষের পরীক্ষার্থীদের তল্লাশির নামে নগ্ন করা হয় বলে অভিযোগ।
এদিকে এই পরীক্ষায় নিযুক্ত সংস্থার কর্মীরা এমন কাজ করেছে বলে অভিযোগ। এই ঘটনায় তদন্ত শুরু করেছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। আবার এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজ্যের প্রাথমিক শিক্ষা দফতরও। যদিও তল্লাশিতে নিযুক্ত সংস্থার দাবি, প্রচুর টুকলি উদ্ধার হওয়ায় তাঁদের বদনাম করা হচ্ছে। নামপ্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থী বলেন, ‘যত বড় বড় পরীক্ষা হয় সেখানে মেটাল ডিটেকটর থাকে। তা দিয়ে পরীক্ষা করা হয়। আর এখানে আমাদের পোশাক খুলতে বাধ্য করা হয়েছে। দু’জন মহিলা ছিলেন। তাঁরা আমাদের এভাবে পরীক্ষা করেছে। তাই মানসিকভাবে আমরা ভেঙে পড়ি।’
অন্যদিকে গত ১৭ জানুয়ারি থেকে একাধিক কেন্দ্রে শুরু হয়েছে ডিএলএড পরীক্ষা। যা শুক্রবার শেষ হয়েছে। তালিত গৌড়েশ্বর হাইস্কুলেও এই পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে মহিলা পরীক্ষার্থীদের ‘বডি সার্চ’ করার নামে কার্যত নগ্ন করে তল্লাশি চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান তথা মেমারির তৃণমূল কংগ্রেস বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। তাঁর কথায়, ‘ন্যক্কারজনক ঘটনা। এটা হয়ে থাকলে কেউ ছাড় পাবে না। পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের কাছে রির্পোট চেয়েছি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’
আরও পড়ুন: ‘একটু সময় করে বই পড়ুন’, বইমেলার উদ্বোধন করে নতুন প্রজন্মকে বার্তা মমতার
এছাড়া স্কুলের প্রধান শিক্ষক নিখিলকুমার খাঁ জানান, রাজ্য প্রাথমিক শিক্ষা দফতর নিযুক্ত বেসরকারি সংস্থা তল্লাশির কাজে ছিল। এখানে স্কুলের কোনও ভূমিকা নেই। তিনি বলেন, ‘আমাদের গোচরে এই ঘটনা ঘটেনি। যে টিমকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের সঙ্গে কথা বলা উচিত। আমাদের কাছে এই ধরনের কোনও অভিযোগ জমা পড়েনি। প্রাইমারি বোর্ড কেমন করে সার্চ করতে বলেছে সেটা তাঁদের বিষয়। আমাদের এক্তিয়ারের মধ্যে সেটা পড়ে না।’ এই ঘটনায় বর্ধমান মহিলা থানা এবং দেওয়ানদিঘি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।