আশঙ্কাই সত্যি হল। মুখ্যমন্ত্রী ‘টেনে চার থাপ্পড় মারতাম’ মন্তব্যের ২ দিনের মধ্যে বদলি হয়ে গেলে পুরুল্যার জেলাশাসক রজত মজুমদার। বৃহস্পতিবার বিকেলে নবান্ন থেকে এক জারি নির্দেশিকায় একথা জানানো হয়েছে। পুরুল্যার নতুন জেলাশাসক হচ্ছেন রজত নন্দা।
গত সোমবার পুরুল্যায় প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীর সামনে জেলায় জমির মিউটেশনের নামে দুর্নীতির অভিযোগ তোলেন এক তৃণমূল নেতা। সব শুনে মমতা জেলাশাককে বলেন, ‘শুনতে পাচ্ছো? এসব শুনে তো তোমার প্রতি আমার ধারণা বদলে গেল? কী ভাবে চালাও প্রশাসন। আমার দলের লোক হলে টেনে চারটে থাপ্পড় মারতাম।’
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর রজত মজুমদারের বদলি সময়ের অপেক্ষা বলে মনে করছিলেন অনেকে। ৪৮ ঘণ্টা পেরোতে না পেরোতে সেটাই সত্যি হল। রজত মজুমদারকে বদলি করল নবান্ন।
এছাড়াও এদিন ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও মালদার জেলাশাসকদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি হিসাবে জেলায় প্রশাসনকে ঢেলে সাজাতে চাইছেন মুখ্যমন্ত্রী। তার জেরেই এই বদলি। তবে নবান্ন সূত্রে দাবি করা হয়েছে, রুটিন বদলি হয়েছে এই আধিকারিকদের.